VATax

মূসক আরোপ।

মূসক আইনের ধারা ১৫:মূসক আরোপ।

(১) এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে।

(২) করযোগ্য আমদানি বা করযোগ্য সরবরাহ মূল্যের সহিত উপ-ধারা (৩) এ উল্লিখিত মূসক হার গুণ করিয়া প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হইবে।

[করযোগ্য আমদানি বা করযোগ্য সরবরাহ বলতে প্রথম তফসিলে অন্তর্ভুক্ত নয় এমন আমদানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদন ও সরবরাহকে বোঝায়। আইনের ধারা-১৫ এর (২) অনুযায়ী আমদানি ও স্থানীয় উভয় পর্যায়ে সরবরাহ মূল্য (যা আইনের ধারা-৩২ অনুযায়ী মূসক ব্যতীত মূল্য) এর সাথে মূসক হার গুণ করে মুসক নিরূপণ ও নির্ধারণ করতে হবে। আবার আইনের ধারা-৩২ এ “করযোগ্য সরবরাহের পণ হইতে উক্ত পণের কর-ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করিয়া” সরবরাহ মূল্য নির্ধারণ করার বিষয় উল্লেখ আছে। অর্থাৎ, মূসকসহ মূল্য হতে কর-ভগ্নাংশ বিয়োগ করলে সরবরাহ মূল্য পাওয়া যায়। কর ব্যতীত মূল্যের সাথে মূসক হার গুণ করে বা করসহ মূল্য হতে কর-ভগ্নাংশ বাদ দিয়ে মূসকের পরিমাণ নির্ণয় করা যায়। উভয়ক্ষেত্রেই মুসকের পরিমাণ প্রায় একই হবে।

আইনের ধারা-২ এর (৫৯) তে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী ভোক্তার নিকট থেকে প্রাপ্ত সমুদয় অর্থই পণ। অর্থাৎ, পণ হচ্ছে মূসকসহ মূল্য। প্রকৃতপক্ষে সরবরাহ মূল্যের সাথে মুসক হার গুণ করে বা পণের সাথে কর ভগ্নাংশ গুণ করে মূসক নিরূপণ করা যায়। উদাহরণঃ সরবরাহ মূল্য (মুসকব্যতীত মূল্য) ১০০ টাকা হলে এবং ১৫% হারে মূসক প্রযোজ্য হলে ১০০ x ১৫=১৫ টাকা মূসক নিরূপণ করতে হবে।)

(৩) করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে ১৫ শতাংশ:
তবে, শর্ত থাকে যে, সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে ১৫ শতাংশ হারে মূসক প্রদান করিতে পারিবে।।

(একজন করদাতা যিনি হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট হারে মূসক প্রদান করেন তার ক্ষেত্রে আদর্শ হারে (১৫ শতাংশ) মূসক প্রদান করার সুযোগ রাখা হয়েছে। একজন করদাতা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট হারের পরিবর্তে পনের শতাংশ হারে মূসক প্রদান করতে পারবেন।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top