(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত সরবরাহের ক্ষেত্রে মূসক হার হইবে শূন্য, যথা:-
(ক) ধারা ২২, ২৩ এবং ২৪ এ উল্লিখিত কোন সরবরাহ: বা
(খ) শূন্যহার বিশিষ্ট সরবরাহ গ্রহণের অধিকার (right) বা ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) সংক্রান্ত সরবরাহ।
(সরবরাহ গ্রহণের অধিকার (right): সরবরাহ গ্রহণের অধিকার (right) হচ্ছে কোন ব্যক্তি কর্তৃক সম্পত্তি বা স্থাপনা বা পণ্যের মালিকের নিকট তা সরবরাহ গ্রহণের লক্ষ্যে মৌখিক বা লিখিত অঙ্গীকার করা। এক্ষেত্রে কিছু অর্থ পরিশোধ করা হয়, বাকি অর্থ সময়াবদ্ধ অঙ্গীকার অনুযায়ী পরিশোধ করা হয়।
ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option): ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) হচ্ছে কোন ব্যক্তি কর্তৃক কোন ভূমি বা স্থাপনা বা পণ্য ভবিষ্যতে সুনির্দিষ্ট মূল্যে ক্রয় বা বিক্রয় করার আগ্রহ প্রকাশ করা। এ আগ্রহ ক্রেতা বা বিক্রেতা যে কেউ প্রকাশ করতে পারে। যেমন: কোন ব্যক্তি কিছু পণ্য বিক্রয় করার আগ্রহ প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞাপন দিল-এটিও একটি অপশন হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে পণ পরিশোধ করা হয় না।)
(২) যদি কোন সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত এবং শূন্যহার বিশিষ্ট উভয়ই হয়, তাহা হইলে এই উপ-ধারার আওতায় সরবরাহটি অব্যাহতিপ্রাপ্ত না হইয়া শূন্যহার বিশিষ্ট হইবে।
(যদি প্রথম তফসিলে উল্লিখিত কোন পণ্য বা সেবা বা প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোন পণ্য বা সেবা রপ্তানি করা হয় তাহলে তা শূন্যহার বিশিষ্ট পণ্য বা সেবা বিবেচনায় নিয়ে রপ্তানি কার্যক্রম সম্পাদন করতে হবে। অর্থাৎ, মূসক চালান ইস্যুসহ রপ্তানির সামগ্রিক পদ্ধতিগুলো সম্পাদন করতে হবে।)