VATax

Section 110 of the VAT Act : Validity of Documents

Section 110 of the VAT Act : Validity of Documents

Section 110 of the VAT Act : Validity of Documents

1. Any notice or other document issued under this Act or the rules made thereunder by an authorized VAT officer shall be deemed valid if it bears—the signature of the concerned officer,the printed or stamped name and designation of the officer,contact details including telephone, fax, mobile number, or email address, and
an official document or reference number.

2. Any document prepared, issued, or executed under this Act or the rules made thereunder shall not be considered invalid or void merely because—
(a) it was not made in the prescribed form; or
(b) it contains any mistake, defect, or omission;
provided that it is consistent with the subject matter and context.

Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.

মূসক আইনের ধারা ১১০: দলিলপত্রের বৈধতা।

(১) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন জারিকৃত বা ক্ষমতাপ্রাপ্ত মুসক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত কোন নোটিশ বা অন্যান্য দলিল যথাযথ বলিয়া গণ্য হইবে, যদি উহাতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর, এবং নাম ও পদবী মুদ্রিত বা স্ট্যাম্পযুক্ত থাকে এবং টেলিফোন বা ফ্যাক্স বা মোবাইল ফোন নমবর বা ই-মেইল ঠিকানা উল্লেখ থাকে এবং নোটিশটি একটি দাপ্তরিক নথি ও পত্র নম্বর সম্বলিত হয়।

(২) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন প্রস্তুতকৃত, ইস্যুকৃত বা সম্পাদিত কোন দলিল-
(ক) ফরমে করা হয় নাই বলিয়া বাতিল বা বাতিলযোগ্য গণ্য হইবে না; বা
(খ) উহাতে কোন ভুল-ত্রুটি থাকিলে বা কিছু বাদ পড়িলে উহার যথার্থতা ক্ষুন্ন হইবে না;
যদি উহা বিষয় ও প্রসংগের সহিত সংগতিপূর্ণ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top