VATax

Section 111 of the VAT Act : Offences and Penalties Relating

Section 111 of the VAT Act : Offences and Penalties Relating

Section 111 of the VAT Act : Offences and Penalties Relating to VAT Registration, Turnover Tax Certificates, and Tax Documents

1. If any person, with fraudulent intent—
(a) prepares or uses a forged or fake VAT registration certificate, turnover tax certificate, tax invoice, or tax deduction at source (TDS) certificate bearing a false Business Identification Number (BIN); or
(b) prepares or uses a forged or fake tax invoice, credit note, debit note, or TDS certificate; or
(c) manufactures, stores, transports, markets, or uses counterfeit, fake, or reused stamps or banderoles, or assists in such activities; or
(d) manufactures, warehouses, transports, markets, or sells any goods bearing counterfeit, fake, or reused stamps or banderoles, or assists in such activities; or
(e) manufactures, warehouses, transports, markets, or sells any goods requiring stamp or banderole usage without such stamp or banderole, or assists in such activities; or
(f) evades payable tax by any other means; or
(g) claims a tax refund to which he is not entitled—

then he shall be liable to imprisonment for a term not exceeding one (1) year, or a fine equivalent to the amount of tax evaded, or both.

2. If any person provides false or incorrect information while applying for online registration or enlistment, necessary legal action may be taken against such person in accordance with applicable laws.

Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.

মূসক আইনের ধারা ১১১; মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র ও কর দলিল সংক্রান্ত অপরাধ ও দন্ড।

(১)যদি কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে-
(ক) জাল বা ভুয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর সনদপত্র বা কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র তৈরী বা ব্যবহার করেন; বা
(খ) জাল বা ভুয়া কর চালানপত্র, ক্রেডিট নোট, ডেবিট নোট, উৎসে কর কর্তন সনদপত্র তৈরী বা ব্যবহার করেন; বা
(গ) জাল বা ভুয়া বা পুনঃব্যবহৃত স্ট্যাম্প বা ব্যান্ডরোল উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ বা ব্যবহার করেন অথবা উক্ত কর্মকান্ডে সহায়তা করেন; বা
(ঘ) জাল বা ভুয়া বা পুনঃব্যবহৃত স্ট্যাম্প বা ব্যান্ডরোলযুক্ত কোন পণ্য উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন, বিপণন বা বিক্রয় করেন অথবা উক্ত কর্মকাণ্ডে সহায়তা করেন; বা
(ঙ) ব্যান্ডরোল বা স্ট্যাম্প ব্যবহার করিবার বাধ্যবাধকতা রহিয়াছে এমন কোন পণ্য ব্যান্ডরোল বা স্ট্যাম্প বিহীন উৎপাদন, গুদামজাতকরণ, পরিবহন, বিপণন বা বিক্রয় করেন অথবা উক্ত কর্মকান্ডে সহায়তা করেন; বা
(চ) অন্যকোন উপায়ে প্রদেয় কর ফাঁকি প্রদান করেন; বা
(ছ) উক্ত ব্যক্তি প্রাপ্য না হওয়া সত্ত্বেও কর ফেরৎ দাবি করেন;

তাহা হইলে তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদন্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(২) কোন ব্যক্তি অনলাইনে নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণের আবেদনের সময় কোন ভুল বা অসত্য তথ্য প্রদান করিলে, উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top