Section 109 of the VAT Act : Issuance of Notices
1. For the purposes of this Act, if it becomes necessary to serve any summons, notice, decision, order, or directive upon any person, such service shall be deemed to have been duly made if it is—
(a) personally received by the individual or their authorized representative;
(b) sent to the person’s last known residence or place of business in Bangladesh;
(c) sent by registered post to the person’s last known address;
(d) sent through electronic means; or
(e) in cases where service cannot be effected by any of the methods mentioned in clauses (a) to (d), affixed to the notice board of the relevant Value Added Tax office.
2. Once a notice issued under this Act or any rules made thereunder has been fully or partially complied with, no objection shall be raised regarding the validity of such issuance.
Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.
মূসক আইনের ধারা ১০৯: নোটিশ জারি।
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কোন সমন বা নোটিশ বা সিদ্ধান্ত বা আদেশ বা নির্দেশ কোন ব্যক্তির উপর জারি করা প্রয়োজন হইলে, উহা উক্ত ব্যক্তির উপরে যথাযথভাবে জারি করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উহা-
(ক) উক্ত ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়;
(খ) উক্ত ব্যক্তির সর্বশেষ জ্ঞাত বাংলাদেশের বাসস্থানে বা ব্যবসায়ের স্থানে প্রেরণ করা হয়;
(গ) উক্ত ব্যক্তির সর্বশেষ জ্ঞাত ঠিকানায় রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণ করা হয়;
(ঘ) ইলেকট্রনিক পদ্ধতিতে প্রেরণ করা হয়; বা
(ঙ) দফা (ক) হইতে দফা (ঘ) এ উল্লিখিত পদ্ধতিতে জারি করা না যায়;
তাহা হইলে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয়ের নোটিশ বোর্ডে আঁটিয়া দেওয়া হয়।
(২) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন জারিকৃত নোটিশ সম্পূর্ণ বা আংশিকভাবে পরিপালিত হওয়ার পর নোটিশ জারির বৈধতা সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।