Income Tax Calculator -2025
এই আয়কর ক্যালকুলেটর ব্যবহার করে আপনি আপনার করদায় জানতে পারবেন, এবং নিন্মে উল্লিখিত বিনিয়োগ খাতগুলিতে বিনিয়োগ করে, কর রেয়াত পেতে পারেন !
কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ খাত সমূহ:
১. সঞ্চয়পত্রে বিনিয়োগ : অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত সরকার অনুমোদিত সঞ্চয়পত্রে বিনিয়োগ;
২. লাইফ ইনস্যুরেন্স প্রিমিয়াম (জীবন বীমা প্রিমিয়াম): লাইফ ইনস্যুরেন্স প্রিমিয়াম প্রদান।
৩. ডিপোজিট পেনশন স্কিম (DPS) : মাসিক সঞ্চয় স্কিম এ অনধিক ১লক্ষ ২০ হাজার টাকা।
৪. শেয়ার বাজারে বিনিয়োগ : ধার্যকৃত কোম্পানির শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ।
৫. স্বীকৃত ভবিষ্য তহবিল (Recognized Provident Fund): করদাতা এবং নিয়োগকর্তা কর্তৃক স্বীকৃত ভবিষ্য তহবিল জমা।
৬.ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB): ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা বিনিয়োগ।
৭. গ্র্যাচুইটি ফান্ড: গ্র্যাচুইটি ফান্ডে অবদান/জমা প্রদান।