Section 100 of the VAT Act. Seizure of Goods
1. If any goods are seized without prior notice for the purpose of recovering outstanding tax, the Commissioner shall, as soon as possible, issue a seizure notice to the following individuals:
(a) The owner of the seized goods;
(b) The person who had custody or control of the goods immediately before the seizure; or
(c) Any person claiming ownership of the seized goods.
Provided that, if no individual claims ownership of the goods, no notice is required.
2. Upon seizure of goods under sub-section (1), the Commissioner may return the goods to the person concerned under the following conditions:
(a) If a security is provided equivalent to the amount of tax for which the goods were seized; or
(b) If the person agrees to pay the outstanding tax in installments and makes the first installment payment.
3. If the tax is not paid, no security is furnished, or the defaulting taxpayer fails to make the first installment payment as agreed, the Commissioner may sell the seized goods within the prescribed time and manner to recover the dues.
4. The proceeds from the sale of seized goods shall be distributed in the following order:
(a) First, to cover the expenses related to seizure, storage, and sale of the goods;
(b) Second, to recover the amount of tax for which the goods were seized;
(c) Third, to pay any tax due under any repealed law; and
(d) Fourth, any remaining amount shall be returned to the owner of the goods.
5. If an appeal or legal proceeding is ongoing before the Commissioner (Appeals), the Appellate Tribunal, or the Supreme Court regarding the assessment of tax that led to the seizure, the sale of the seized property shall remain suspended, except in the following cases:
(a) Perishable or degradable goods; and
(b) Any goods as specified by the Commissioner.
Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.
মূসক আইনের ধারা ১০০: পণ্য জব্দকরণ, উহার বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থের বিলিবণ্টন।
(১) বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে যদি কোন পণ্য তাৎক্ষণিকভাবে এবং বিনা নোটিশে জব্দ করা হইয়া থাকে, তবে কমিশনার, যথাশীঘ্র সম্ভব, নিম্নবর্ণিত ব্যক্তির উপর জব্দের নোটিশ জারি করিবেন, যথা:-
(ক) জব্দকৃত পণ্যের মালিক;
(খ) জব্দ করিবার অব্যবহিত পূর্বে পণ্য হেফাজতকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি; বা
(গ) জব্দকৃত পণ্য দাবি করেন এমন কোন ব্যক্তি:
তবে শর্ত থাকে যে, যদি কোন ব্যক্তি পণ্য দাবি না করেন, তাহা হইলে কোন নোটিশ জারির প্রয়োজন হইবে না।
(২) উপ-ধারা (১) এর অধীন কোন পণ্য জব্দ করা হইলে, নিম্নবর্ণিত শর্তে কমিশনার উক্ত পণ্য উক্ত ব্যক্তির নিকট ফেরত প্রদান করিতে পারিবেন, যথা:-
(ক) যে পরিমাণ বকেয়া কর আদায়ের নিমিত্ত জব্দ করা হইয়াছে, সেই পরিমাণ অর্থ পরিশোধের জামানত প্রদান করা হইলে; বা
(খ) যে পরিমাণ বকেয়া কর আদায়ের নিমিত্ত জব্দ করা হইয়াছে, সেই পরিমাণ অর্থ কিস্তিতে পরিশোধ করিতে সম্মত হইয়া প্রথম কিস্তির অর্থ পরিশোধ করিলে।
(৩) যদি কর পরিশোধ করা না হয় বা কোন জামানত প্রদান করা না হয় বা খেলাপি করদাতা বকেয়া কর কিস্তিতে পরিশোধে সম্মত হইয়া প্রথম কিস্তির অর্থ পরিশোধ না করেন, তাহা হইলে কমিশনার জব্দকৃত পণ্য, নির্ধারিত সময়সীমা ও পদ্ধতিতে, বিক্রয় করিতে পারিবেন।
(৪) জব্দকৃত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ নিম্নবর্ণিত উপায়ে বিলিবণ্টন করিতে হইবে,
যথা:-
(ক) প্রথমত, পণ্য জব্দকরণ, সংরক্ষণ এবং বিক্রয়ের খরচাদি পরিশোধ করিয়া;
(খ) দ্বিতীয়ত, যে পরিমাণ বকেয়া কর আদায়ের নিমিত্ত পণ্য জব্দ করা হইয়াছিল সেই পরিমাণ অর্থ পরিশোধ করিয়া;
(গ) তৃতীয়ত, এই আইন দ্বারা রহিত আইনের অধীন প্রাপ্য যেকোন কর পরিশোধ করিয়া, এবং
(ঘ) চতুর্থত, অবশিষ্ট অর্থ, যদি থাকে, পণ্যের মালিককে ফেরত প্রদান করিয়া।
(৫) যে কর নির্ধারণের ভিত্তিতে বকেয়া কর আদায়ের জন্য পণ্য জব্দ করা হইয়াছে সেই কর নির্ধারণের বিরুদ্ধে কমিশনার (আপিল) বা আপীলাত ট্রাইব্যুনাল বা সুপ্রীম কোর্টে কার্যধারা চলাকালে নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত খেলাপি করদাতার সম্পত্তি বিক্রয় স্থগিত থাকিবে, যথা:-
(ক) বিনষ্টযোগ্য বা পচনশীল কোন পণ্য, এবং
(খ) কমিশনার কর্তৃক নির্ধারিত কোন পণ্য।