ম্যানুফ্যাকচারিং, প্রসেস বা কনভার্শন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তিমূল্যের উপর উৎসে কর কর্তনের হার ৭% (সাত শতাংশ)হইবে;
আইনের ধারা ৮৯ এর অধীনে উৎসে কর কর্তনের হার নিন্মরূপঃ হইবে, যথা:-
(ক )সিগারেটে ,বিড়ি,জর্দা,তামাক পাতা,গুল সহ যেকোনো ধরণের তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১০% (দশ শতাংশ) হইবে;
(খ )ম্যানুফ্যাকচারিং, প্রসেস বা কনভার্শন, পূর্ত কাজ, নির্মাণ, প্রকৌশল বা সমজাতীয় অন্য কোনো কাজের জন্য সম্পাদিত চুক্তির বিপরীতে সেবা সরবরাহের ক্ষেত্রে ভিত্তিমূল্যের উপর উৎসে কর কর্তনের হার ৭% (সাত শতাংশ)হইবে;
(গ)দফা (ক) ও দফা (খ ) এর ক্ষেত্র ব্যাতীত অন্যান্য ক্ষেত্রে নিম্নবর্ণিত সারণিতে উল্লিখিত হার অনুযায়ী যেকোন পরিমান ভিত্তিমূল্যের উপর উৎসে কর কর্তন করিতে হইবে,যথা:-
- এমএস বিলেট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং স্থানীয়ভাবে ক্রয়কৃত এম এস স্ক্রাপের ক্ষেত্রে :-০.৫%.
- পেট্রোলিয়াম তেল এবং লুব্রিকেন্ট বিপণনে নিযুক্ত তেল বিপণন কোম্পানি কতৃক তেল সরবরাহের ক্ষেত্রে :-০.৬%
- পেট্রোলিয়াম তেল বিপণন কোম্পানির ফিলিং স্টেশন ব্যতীত অন্য কোনো ডিলার বা এজেন্ট কতৃক তেল সরবরাহের ক্ষেত্রে :-১%
- ধান, চাল, গম , আলু, মাছ ,মাংস ,পিয়াজ, রসুন, মোটর,ছোলা ,মসুর,অদা,হলুদ,শুকনা মরিচ,ডাল, ভুট্টা, এটা,ময়দা,লবন,ভোজ্যতেল,চিনি ,গোলমরিচ,এলাচ ,দারুচিনি,লবঙ্গ,খেজুর,তেজপাতা,পাট ,তুলা ,এবং সুতা সরবরাহের ক্ষেত্রে :-১%
- সকল প্রকারের ফল সরবরাহের ক্ষেত্রে :-২%
- এমএস বিলেট ব্যতীত লৌহ বা লৌহ পণ্য,ফেরো এলোয় পণ্য,সিরামিক তৈজস পণ্য ও সিমেন্ট উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে:-২%
- তেলশোধন কার্যক্রমে নিযুক্ত কোনো কোম্পানি কতৃক তেল সরবরাহের ক্ষেত্রে:-২%
- গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে :-২%
- গ্যাস ট্রান্সমিশনে নিয়োজিত কোম্পানির ক্ষেত্রে:-৩%
- সরকার সরকারের কোনো কতৃপক্ষ,কর্পোরেশন বা সরকারের কোনো সংস্থা এবং এর সকল সংযুক্ত ও অধীনস্থ অফিস ব্যতীত অন্য কোনো ব্যাক্তিকে বই সরবরাহের ক্ষেত্রে :-৩%
- রিসাইকেল্ড সিসা সরবরাহের ক্ষেত্রে :-৩%
- শিল্পোৎপাদনে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে:-৩%
ক)সারণী ক্রমিক নং ১ হইতে ১২ তে বর্ণিত হয় নাই এমন সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে-
(খ)ধারা ৮৯ এ উল্লিখিত অন্যান্য সকল ক্ষেত্রে:- ৫% (ঘ)পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশন কতৃক তেল বা গ্যাস সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তন হইবে না।
যেইক্ষেত্রে কোনো আমদানিকৃত পণ্যের বিপরীতে ধারা ১২০ এর অধীন কর পরিশোধিত হইয়াসে এবং উক্ত আমদানিকৃত পণ্য সরবরাহ করা হয়,সেই ক্ষেত্রে উৎসে করের পরিমান (খ-ক )নিয়মে নির্ধারিত হইবে,যেখানে-
ক=ধারা ১২০ এর অধীনে আমদানিকৃত পণ্যের উপর পরিশোধিত কর;
খ=ধারা ১২০ এর অধীনে আমদানিকৃত পণ্যের উপর কোনো উৎসে কর পরিশোধিত না থাকিলে ধারা ৮৯ এর অধীনে যেই কর কর্তন করা হইতো।
যেইক্ষেত্রে ধারা ৯৪ এর অধীন উৎসে কর পরিশোধিত কোনো পণ্য সরবরাহ করা হয়, সেইক্ষেত্রে উৎসে করের পরিমান (খ-ক)নিয়মে নির্ধারিত হইবে,যেখানে-
ক=ধারা ৯৪ এর অধীন পরিশোধিত কর;
খ=ধারা ৯৪ এর অধীন পণ্যের উপর কোনো উৎসে কর পরিশোধিত না থাকিলে ধারা ৮৯ এর অধীন যে পরিমান কর্তন করা হইত;
তবে শর্ত থাকে যে, ধারা ৯৪ তে বর্ণিত চুক্তি মোতাবেক কোনো ডিস্টিবিউটর অথবা অন্য কোনো ব্যক্তি কতৃক পণ্য সরবরাহের ক্ষেত্রে এই উপ-বিধিতে বর্ণিত “খ” নিম্নরূপে পরিগণিত হইবে-
খ={ধারা ৯৪ এর অধীন কোনো ডিস্ট্রিবিউটর বা অন্য কোনো ব্যক্তির নিকট কোম্পানির পণ্যের বিক্রয়মূল্য}*৫%*১০% ।
সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন।-(১)আইনের ধারা ৯০ এর অধীন কোনো সেবার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি কতৃক কোনো নিবাসীকে কোনো নির্দিষ্ট পরিমান অর্থ প্রদান করা হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থ পরিশোধের সময়,নিম্নবর্ণিত সারণি মোতাবেক উৎসে কর কর্তন করিবেন:-
- উপদেষ্টা বা পরামর্শ -১০%
- পেশাদার সেবা ,কারিগরি সেবা ফী,বা কারিগরি সহায়তা ফী-১০%
- মিডিয়া ক্রয়ের এজেন্সি সেবা- (কমিশন বা ফী এর উপরে -১০% | মোট বিল এর উপরে -০.৬৫%)
- ইন্ডেন্টিং কমিশন -৮%
- মিটিং ফী,ট্রেনিং ফী বা সম্মানী-১০%
- মোবাইল নেটওয়ার্ক অপারেটর,কারিগরি সহায়তা সেবা প্রদানকারী-১২%
- ক্রেডিট রেটিং এজেন্সি-১০%
- মোটর গ্যারেজ বা ওয়ার্কশপ-৮%
- ব্যক্তিগত কন্টেইনার পোর্ট বা ডকইয়ার্ড-৮%
- শিপিং এজেন্সি কমিশন-৮%
- রাইড শেয়ারিং সেবা,ওয়ার্কিং স্পেস সরবরাহ সেবা,আবাসন সরবরাহ সেবাসহ যেকোনো প্রকার শেয়ারিং ইকোনমিক প্লাটফর্ম -৫%
- বিদ্যুৎ সঞ্চালনায় নিমিত্ত হুইলিং চার্জ-৩%
- ইন্টারনেট সেবা-১০%
- মোবাইল ফাইনান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের এজেন্ট,ডিস্ট্রিবিউটর,এজেন্সি বা চ্যানেল পার্টনার,যে নামেই অভিহিত হউক না কেন-১০%
- ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির কমিশনের উপর-১০%
- ফ্রেইট ফরওয়ার্ড বাবদ পরিশোধিত কমিশনসহ বা কমিশন ব্যতিরেকে গ্রস বিলের উপর-২.৫%