মোটআয়েরআওতায়একইআয়দুইবারঅন্তর্ভুক্তনাহওয়া। -যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো অর্থ কোনো ব্যাক্তির বরাবর উপচিত বা উদ্ভুত হইয়া অথবা উপচিত বা উদ্ভুত হইয়াছে বলিয়া গণ্য হইয়া সম্পূর্ণ বা আংশিক আয় হিসাবে মোট আয়ের অন্তর্ভুক্ত হইয়াছে সেক্ষেত্রে উক্ত অর্থ উক্ত ব্যক্তির বরাবর বাংলাদেশে অন্য কোনো আয়বর্ষে গৃহীত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইয়া মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে না ।