VATax

Filing a False Zero Return is a Criminal Offense!

False Zero Return in BD: NBR Warning – Tax Sections 312 & 313

NBR Cautions Against Filing False Zero Tax Returns in Bangladesh

বাংলাদেশে করদাতাদের সতর্ক করেছে এনবিআর: ভুয়া ‘শূন্য রিটার্ন’ দাখিল করা ট্যাক্স আইন ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী অবৈধ এবং সর্বোচ্চ ৫ বছরের জেল হতে পারে।

NBR warns taxpayers in Bangladesh: Filing a false ‘zero return’ under Tax Sections 312 & 313 is illegal and can lead to up to 5 years in jail.

মিথ্যা জিরো রিটার্ন দিলে হতে পারে ৫ বছরের জেল – আয়কর আইন অনুযায়ী শাস্তি

মিথ্যা জিরো রিটার্ন দাখিল করা কোনো ছোটখাটো ভুল নয় — এটি বাংলাদেশের আয়কর আইনে একটি গুরুতর অপরাধআয়কর আইন, ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য প্রদান বা করযোগ্য আয় গোপন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

Filing a false zero return is not just a small mistake — it is a serious offense under the Income Tax Act of Bangladesh. According to Section 312 and Section 313, intentionally providing false information or hiding taxable income can lead to up to 5 years in prison and fines.

NBR Cautions Against Filing False Zero Tax Returns in Bangladesh

What the Law Says

Section 312 – Punishment for Attempt to Evade Tax

ধারা: ৩১২। কর পরিহারের চেষ্টার দন্ড।

(১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কৌশলে এই আইনের অধীন প্রদেয় করদায় এড়াইবার চেষ্টা করেন তাহা হইলে তিনি সর্বোচ্চ ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কারাদন্ড, তবে ৬ (ছয়) মাসের নিম্নে নহে, বা অর্থদন্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(২) কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আইনের অধীন প্রদেয় করদায় এড়াবার চেষ্টা করিয়াছেন মর্মে গণ্য হইবেন, যদি তিনি- (ক) আয়ের বিশেষ বিবরণ গোপন করেন; ( খ) আয়কর পরিশোধের দায়বদ্ধতা হ্রাস করিবার জন্য ইচ্ছাকৃতভাবে সম্পত্তি, দায় এবং ব্যয় সম্পর্কে অসত্য বিবরণ প্রদান করেন; (গ) তাহার আয়ত্বের বা নিয়ন্ত্রণাধীন কোনো হিসাব বা অন্যান্য দলিলাদি, যাহা এই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট, এইরূপ বিষয়ে অসত্য তথ্য বা বিবৃতি প্রদান করেন; (ঘ ) হিসাব বা অন্যান্য বিবরণীতে কোনো মিথ্যা তথ্য, বা বিবৃতি, প্রস্তুত করেন বা করান; (৩) ইচ্ছাকৃতভাবে হিসাবসমূহের বা অন্যান্য বিবৃতির কোনো প্রাসঙ্গিক তথ্য বা বিবৃতি বিলুপ্ত করেন বা করান; বা (চ) এই আইনের অধীন প্রদেয় আয়কর পরিশোধ না করিবার লক্ষ্যে অন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন।

(1) If any person willfully attempts, by any means, to evade any tax liability payable under this Act, they shall be punished with imprisonment for a term which may extend to five (5) years, but shall not be less than six (6) months, or with a fine, or with both.

(2) A person shall be deemed to have willfully attempted to evade any tax liability payable under this Act if they—

(a) Conceal any particulars of income;
(b) Willfully furnish false statements regarding property, liabilities, and expenditure for the purpose of reducing their tax liability;
(c) Furnish any false information or statement relating to any account or other document under their possession or control, which is connected with any proceeding under this Act;
(d) Prepare or cause to be prepared any account or other statement containing any false information or statement;
(e) Willfully destroy or cause to be destroyed any relevant information or statement from accounts or other records; or
(f) Undertake any other initiative with the intention of avoiding payment of income tax payable under this Act.

Section 313 – Punishment for False Statement Verified Upon Verification

ধারা: ৩১৩। যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতির দন্ড।
যদি কোনো ব্যক্তি এইরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যাহা মিথ্যা, এবং তিনি জানেন বা বিশ্বাস করেন যে, তাহা মিথ্যা অথবা সত্য বলিয়া বিশ্বাস করেন না, তাহা হইলে তিনি অর্থদণ্ডসহ অনধিক ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত সশ্রম কারাদন্ডে, তবে ৬ (ছয়) মাসের নিম্নে নহে, দণ্ডিত হইবেন।

If any person furnishes any account or statement which is false, and they know or believe it to be false, or do not believe it to be true, they shall be punished with rigorous imprisonment for a term which may extend to five (5) years, but shall not be less than six (6) months, and shall also be liable to a fine.

What is a False Zero Return?

শূন্য রিটার্ন হলো এমন একটি কর রিটার্ন যেখানে কোনো আয় বা কর প্রদানের তথ্য নেই। ভুয়া শূন্য রিটার্ন দাখিল মানে হলো আপনার আসলে আয় আছে, কিন্তু কর পরিশোধ এড়াতে ইচ্ছাকৃতভাবে শূন্য দেখানো।

A zero return is a tax return showing no income or tax payable. Filing a false zero return means you actually have income but intentionally declare zero to avoid paying tax.

Why You Should Be Careful ?

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়ের উৎস যাচাই করার জন্য উন্নত পদ্ধতি ব্যবহার করে। আপনি ভুয়া শূন্য রিটার্ন দাখিল করলে, তা অডিট বা তদন্তের সময় ধরা পড়তে পারে এবং এর ফলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

The National Board of Revenue (NBR) has advanced methods to cross-check your income sources. If you submit a false zero return, it may be detected during audits or investigations, leading to legal action.

  • করদাতাদের জন্য পরামর্শ: সবসময় সৎভাবে আপনার প্রকৃত আয় ঘোষণা করুন এবং সঠিকভাবে রেকর্ড সংরক্ষণ করুন, যাতে আইনগত ঝুঁকি এড়ানো যায়।
  • Tip for Taxpayers: Always declare your actual income honestly and keep proper records to avoid legal risks.
Penalty Reminder: False zero return = possible jail + fine | জরিমানা সতর্কতা: ভুয়া শূন্য রিটার্ন = সম্ভাব্য জেল এবং জরিমানা
Penalty Reminder: False zero return = possible 5 years jail + fine

“আয়কর আইন ধারা ৩১২ ও ৩১৩ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে মন্তব্য করুন। মিথ্যা জিরো রিটার্নের ঝুঁকি এড়াতে ও করদাতাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই আর্টিকেলটি শেয়ার করুন।”

If you have any questions about Income Tax Act Sections 312 and 313, please comment below. Share this article to raise awareness among taxpayers and help avoid the risks of false zero returns.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top