VATax

VAT Registration

Section 05: VAT Registration

(1) If any person, from one or multiple locations, maintains all accounts, tax payments, and records related to the supply of identical or similar goods or services (or both) through a software-based automated system in a centralized manner, they may obtain a central VAT registration in accordance with the prescribed conditions and procedures.

Provided that, even if identical or similar goods or services are supplied, if accounts, tax payments, and records are maintained separately for any unit, then separate registration must be obtained for each unit.

(1a) Notwithstanding anything contained in sub-section (1), central registration shall not apply in the case of supplying tobacco products under a special scheme pursuant to Section 58.

(1b) The Board may formulate rules for obtaining central registration and for the payment of tax.

Note:
The conditions for central registration include:

  • Supply of goods or services from one or more locations;

  • Centralized record-keeping through an automated system; and

  • Supply of identical or similar goods or services (or both).

If these conditions are fulfilled, a central VAT registration may be obtained.

Supply of Identical or Similar Goods and Services

If a company supplies air conditioners (ACs) through registered central units located in different parts of the country, it will be considered a supply of identical goods. If maintenance and operational services are also provided along with the ACs, it will be treated as a supply of identical or similar goods and services. Further details on this are discussed in the second part of the chapter on central registration.

(2) Notwithstanding anything contained in sub-section (1), if a person conducts economic activities related to the supply of different goods or services from two or more locations, they must obtain separate VAT registrations for each location.

(Note: If the conditions for central registration are not fulfilled, the entity must continue with the conventional method of obtaining separate registration. In such cases, the registered entity will fall under the jurisdiction of the VAT Commissionerate controlling that specific geographical area.)


(3) The movement or transfer of goods or services from one unit to another within a centrally registered entity under sub-section (1) shall not be considered a supply, and therefore, no output tax liability or input tax credit will arise from such transfers.

(Note: In the case of transferring goods from one unit to another within a centrally registered organization, the transfer must be documented using Form VAT 6.5, and no VAT is payable on such transfers.)

In case of conflict arises between the Bengali and English texts, the Bengali text shall prevail.

(১) যদি কোন ব্যক্তি এক বা একাধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র সফটওয়্যার ভিত্তিক অটোমেটেড পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করেন, তাহা হইলে তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, অভিন্ন বা সমজাতীয় পণ্য বা সেবা সরবরাহ করা সত্ত্বেও কোন ইউনিটে অর্থনৈতিক কার্যক্রমের হিসাব-নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র স্বতন্ত্রভাবে সংরক্ষণ করিলে তাহাকে প্রতিটি ইউনিটের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।

(১ক) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫৮ এর অধীন বিশেষ পরিকল্পের অধীন তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় নিবন্ধন প্রযোজ্য হইবে না।।
(১খ) কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধের লক্ষ্যে বোর্ড বিধিমালা প্রণয়ন করিতে পারিবে।।”
(কেন্দ্রীয় নিবন্ধনের শর্ত হচ্ছে এক বা একাধিক স্থান হতে পণ্য বা সেবা সরবরাহ, কেন্দ্রীয়ভাবে অটোমেটেড পদ্ধতিতে হিসাব সংরক্ষণ এবং অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম। এসব শর্ত পরিপালিত হলে কেন্দ্রীয় নিবন্ধন গ্রহণ করা যাবে।

অভিন্ন বা সমজাতীয় পণ্য ও সেবা সরবরাহ

যদি কোনো প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে নিবন্ধিত কেন্দ্রীয় ইউনিটের মাধ্যমে এয়ার কন্ডিশনার (AC) সরবরাহ করে, তবে তা অভিন্ন পণ্য সরবরাহ হিসেবে গণ্য হবে। যদি সেই সরবরাহের সঙ্গে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংক্রান্ত সেবাও যুক্ত থাকে, তাহলে সেটি অভিন্ন বা সমজাতীয় পণ্য ও সেবা সরবরাহ হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় নিবন্ধন সংক্রান্ত অধ্যায়ের দ্বিতীয় অংশে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি দুই বা ততোধিক স্থান হইতে ভিন্ন ভিন্ন পণ্য বা সেবা সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন তাহা হইলে তাহাকে প্রতিটি স্থানের জন্য পৃথক নিবন্ধন গ্রহণ করিতে হইবে।
(কেন্দ্রীয় নিবন্ধনের শর্তপূরণ না হলে পূর্বের ন্যায় একক নিবন্ধন গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে একক নিবন্ধন গ্রহণকারী প্রতিষ্ঠানটি ঐ ভৌগলিক এলাকা নিয়ন্ত্রণকারী মূল্য সংযোজন কর কমিশনারেটের আওতাধীন হবে।)

(৩) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধিত ব্যক্তির কেন্দ্রীয় এক ইউনিট হইতে অপর ইউনিটে পণ্য বা সেবার আদান-প্রদান বা চলাচল সরবরাহ বলিয়া গণ্য হইবে না এবং ফলশ্রুতিতে উৎপাদ কর দায় বা উপকরণ কর রেয়াত উদ্ভূত হইবে না।।’
(কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের এক ইউনিট হতে অন্য ইউনিটে পণ্য স্থানান্তর করা হলে ফরম মূসক-৬.৫ দিয়ে স্থানান্তর করতে হবে এবং এক্ষেত্রে কোন মুসক পরিশোধ করতে হবে না।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top