(১) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি তাহার কোন কর্মচারী বা কর্মকর্তাকে নগদ অর্থের পরিবর্তে দ্রব্যের মাধ্যমে প্রদত্ত সুযোগ-সুবিধা হিসাবে যে পণ্য সরবরাহ করেন উহা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(২) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক তাহার কোন কর্মচারী বা কর্মকর্তাকে পণবিহীন বা ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম মূল্যে সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের ক্ষেত্রে উহার মূল্য হইবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য।
(কোন নিবন্ধিত ব্যক্তি নগদ অর্থ না দিয়ে যদি উৎপাদিত পণ্য কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে বেতন বা অনুরূপ সুবিধা প্রদান করে তাহলে ঐ নিবন্ধিত ব্যক্তি যে পণ্য সরবরাহ করেছেন তার মূল্য ন্যায্য বাজার মূল্য তত্ত্বের ভিত্তিতে নিরূপিত হবে এবং নিরূপিত পণের উপর মূসক প্রযোজ্য হবে।)