আয়কর আইনের ধারা ১৭১: রিটার্ন দাখিলের সময় ও আয়কর পরিশোধ।By admin / April 7, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ১৭১: রিটার্ন দাখিলের সময় ও আয়কর পরিশোধ। (১) প্রত্যেক করদাতাকে করদিবস বা ইহার পূর্বে রিটার্ন দাখিল করিতে হইবে। (২) করদিবস বা ইহার পূর্বে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করিতে হইবে। (৩) করদিবসের পরে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী আয়কর পরিশোধপূর্বক রিটার্ন দাখিল করিতে হইবে।