(১) কোন টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহকারী কর্তৃক কোন আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য মূল্যছাড়সহ টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগীর নিকট সরবরাহ করা হইলে, উক্ত মূল্যছাড়সহ, উক্ত সরবরাহের পণ নিরূপণ করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, এই ধারা একজন টেলিযোগাযোগ সরবরাহকারী কর্তৃক অন্য কোন টেলিযোগাযোগ সরবরাহকারীর নিকট টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
(২) কোন টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী কর্তৃক আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য ক্রয় করিয়া পরবর্তীতে বিক্রয় করা হইলে, বিক্রয়টি কোন করযোগ্য সরবরাহ বলিয়া গণ্য হইবে না।
(৩) যেক্ষেত্রে কোন টেলিযোগাযোগ সরবরাহকারী তাহার প্রতিনিধির মাধ্যমে আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ করে, সেইক্ষেত্রে উক্ত প্রতিনিধিকে প্রদত্ত কমিশনসহ সরবরাহের পণ নিরূপণ করিতে হইবে।
(৪) টেলিযোগাযোগ সরবরাহকারী বা অন্য কোন টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগীর প্রতিনিধি হিসাবে কার্য সম্পাদনকারী কোন টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী কর্তৃক আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্যের বিতরণ এই আইনের অধীন কোন করযোগ্য সরবরাহ হিসাবে গণ্য হইবে না।
(টেলিযোগাযোগ দ্রব্য (যেমনঃ ফোন কার্ড, রিচার্জ কার্ড ইত্যাদি) মধ্যস্বত্বভোগীর (যেমনঃ ডিলার) মাধ্যমে মূল্য ছাড়সহ বিক্রয় করা হলে উক্ত মূল্যছাড়কেও মূসকযোগ্য মূল্যে অন্তর্ভুক্ত করে হিসাব করতে হবে। অর্থাৎ, ভোক্তা যে মূল্যে টেলিযোগাযোগ দ্রব্যটি ভোগ করেন তার উপর মূসক পরিশোধ করতে হবে। এ মূল্য থেকে মধ্যস্বত্বভোগীকে ছাড় দেয়া হলেও টেলিযোগাযোগ কোম্পানিকে প্রদত্ত ছাড়সহ পুরো মূল্যের উপরই আগাম মূসক পরিশোধ করতে হবে। তাহলে মধ্যস্বত্বভোগী বা তার প্রতিনিধিকে এ সেবা সরবরাহের বিপরীতে কোন মূল্য পরিশোধ করতে হবে না। উদাহরণস্বরূপ বলা যায় যে, যদি একটি মোবাইল রিচার্জ কার্ডের মূল্য ৩০০ টাকা হয় এবং এ কার্ডটি বিক্রয়ে মধ্যস্বত্বভোগীকে (যেমনা ডিলার) ২ টাকা এবং মধ্যস্বত্বভোগীর প্রতিনিধিকে (অর্থাৎ ডিলারের প্রতিনিধিকে) ১ টাকা কমিশন প্রদান করা হয় তাহলে মোবাইল কোম্পানি ৩০০ টাকার উপরই মূসক পরিশোধ করবে। এক্ষেত্রে, ৩০০ টাকার উপর মূসক পরিশোধ করায় মধ্যস্বত্বভোগীকে প্রদত্ত ২ টাকা এবং প্রতিনিধিকে প্রদত্ত ১ টাকা কমিশনের উপর আর মূসক পরিশোধ করতে হবে না।)
(৫) কোন টেলিযোগাযোগ সরবরাহকারী যিনি আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য সরবরাহ করেন এবং এই ধারার শর্তাবলী মোতাবেক মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ। করেন, তিনি হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন, যদি-
(ক) উক্ত দ্রব্যের অভিহিত মূল্যের আংশিক বা সমুদয় উক্ত টেলিযোগাযোগ সরবরাহকারী ব্যতীত অন্য কোন ব্যক্তির নিকট হইতে কোন কিছু ক্রয়ে ব্যবহৃত হয়।
(খ) অন্য কোন ব্যক্তি-
(অ) বাংলাদেশে পরিচালিত কোন অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সরবরাহ প্রদান করেন: বা
(আ) নিবন্ধিত হন; এবং
(গ) টেলিযোগাযোগ সরবরাহকারী সরবরাহের বিষয়ে অন্য কোন ব্যক্তিকে অর্থ প্রদান করেন।
(টেলিযোগাযোগ সরবরাহকারী আগাম মূল্য ও মূসক পরিশোধিত দ্রব্য (যেমনঃ ফোন কার্ড, রিচার্জ কার্ড ইত্যাদি) দ্বারা যদি অন্য কোন কিছু ক্রয় করেন এবং ঐ ক্রয়ের বিপরীতে টেলিযোগাযোগ দ্রব্য দ্বারা মূসক পরিশোধ করেন, তাহলে পরিশোধিত অর্থের কর-ভগ্নাংশের সমপরিমাণ অর্থ ঐ করমেয়াদে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। আবার যিনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তিনি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করলে বোর্ড নির্ধারিত পদ্ধতিতে রেয়াত প্রাপ্য হবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, যদি ‘খ’ নামীয় মোবাইল ফোন অপারেটর অগ্রিম ১৫% হারে মুসক ও ১৫% হারে সম্পূরক শুল্ক পরিশোধ করে ৩০০ টাকা মূল্যের রিচার্জ কার্ড ‘ক’ নামীয় ব্যক্তির নিকট বিক্রয় করে, তাহলে মোবাইল ফোন অপারেটর ‘খ’ ১৫% হারে মূসক বাবদ ৩৯.১৩ টাকা এবং ১৫% হারে সম্পূরক শুল্ক বাবদ ৩৪.০২ টাকা অগ্রিম প্রদান করে ২২৬.৮৫ টাকার কলটাইম ‘ক’ কে প্রদান করবে। অর্থাৎ, ‘ক’ ২২৬.৮৫ টাকার কথা বলতে পারবে। এ কার্ড দিয়ে ‘ক’ যদি বিপিডিবি (অবশ্যই নিবন্ধিত হতে হবে) এর নিকট থেকে ইলেক্ট্রিসিটি ক্রয়ের বিপরীতে মূসকসহ ২০০ টাকা বিল পরিশোধ করে, তাহলে বিপিডিবি পাঁচ শতাংশ হারে মুসক বাবদ ২০০ X ৫/১০৫ = ৯.৫২ টাকা আদায় করবে। এক্ষেত্রে মোবাইল ফোন অপারেটর ‘খ’ যেহেতু আগেই ১৫% হারে মূসক ও ১৫% হারে সম্পূরক শুল্ক পরিশোধ করেছে কিন্তু তা কল করার কাজে ‘ক’ ব্যবহার না করে বিদ্যুৎ বিল দিয়েছে সেহেতু কলের বিপরীতে পরিশোধিত মূসক ও সম্পূরক শুল্ক মোবাইল ফোন অপারেটর ‘খ’ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই মোবাইল ফোন অপারেটর ‘খ’ মূসক বাবদ ২০০ x ১৫/১১৫ = ২৬.০৯ টাকা এবং সম্পূরক শুল্ক বাবদ ২০০-২৬.০৯-১৭৩.৯১. ১৭৩.৯১ ×১৫/১১৫=২২.৬৮ টাকা হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবে। মোবাইল ফোন আপারেটর ‘খ’ আইনের ধারা ৪৮ এর (২) এর (জ) মোতাবেক এ হ্রাসকারী সমন্বয় প্রাপ্য হবে। ‘ক’ যদি ১৫% হারে মূসক প্রযোজ্য এমন কোন পণ্য বা সেবা সরবরাহ করে তাহলে ‘ক’ ৯.৫২ টাকা বিধি ২৩ এ নির্ধারিত পদ্ধতিতে রেয়াত গ্রহণ করতে পারবে।)
(৬) হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হইবে উক্ত অন্য কোন ব্যক্তিকে প্রদত্ত অর্থের কর-ভগ্নাংশের সমান এবং যে কর মেয়াদে উক্ত অর্থ প্রদান করা হয় সেই কর মেয়াদে সমন্বয় সাধন করিতে হইবে।
(কোন নিবন্ধিত ব্যক্তি যিনি অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে সরবরাহ সম্পাদন করেন এবং এ সরবরাহের বিপরীতে টেলিযোগাযোগ সরবরাহকারী আগাম মূসক পরিশোধিত দ্রব্য দ্বারা পণ পরিশোধ করেন, তাহলে টেলিযোগাযোগ সরবরাহকারী পরিশোধিত অর্থের কর-ভগ্নাংশের সমপরিমাণ অর্থ ঐ করমেয়াদে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন।)
(৭) আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ সেবা গ্রহণ বা দ্রব্য ব্যবহারকারী ব্যক্তির উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকার প্রমাণ এবং রেয়াত গ্রহণের পদ্ধতি নির্ধারণ করিয়া বোর্ড বিধি প্রণয়ন করিতে পারিবে।