VATax

মূসক আইনের ধারা ৩৫: একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ।

মূসক আইনের ধারা ৩৫: একই চালানে একাধিক ধরনের পণ্য ও সেবা সরবরাহ।

কোন সরবরাহে একাধিক ধরনের পণ্য বা সেবা থাকিলে নিম্নরূপে করারোপ করিতে হইবে, যথা-
(ক) প্রতিটি সরবরাহের ক্ষেত্রে প্রত্যেক ধরনের পণ্য বা সেবাকে পৃথকভাবে প্রদর্শন করিতে হইবে।
(খ) অর্থনৈতিক দৃষ্টিকোণ হইতে একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাইবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top