1.If a defaulting taxpayer fails to pay the outstanding tax within the specified due date, a preferential lien shall be created in favor of the Government over all immovable property owned by the taxpayer. This lien shall remain in effect until the full payment of the outstanding tax is made.
2.The Commissioner shall inform the defaulting taxpayer of the creation of such lien through a formal notice. If the taxpayer fails to pay the outstanding amount within one month from the date of issuance of the notice, the Commissioner may, following the prescribed procedures, attach and sell the said property to recover the outstanding tax.
মূসক আইনের ধারা ৯৯: খেলাপি করদাতার স্থাবর সম্পত্তির উপর সরকারের পূর্বস্বত্ব (lien) ও উহার ক্রোক।
(১) যদি কোন খেলাপি করদাতা নির্ধারিত তারিখে বকেয়া কর পরিশোধ করিতে ব্যর্থ হন, তাহা হইলে খেলাপি করদাতার মালিকানাধীন সকল সম্পত্তির উপর সরকারের অনুকূলে অগ্রাধিকার সম্পন্ন পূর্বস্বত্ব সৃষ্টি হইবে এবং সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ না হওয়া পর্যন্ত উক্ত পূর্বস্বত্ব বলবৎ থাকিবে।
(২) কমিশনার নোটিশের মাধ্যমে পূর্বস্বত্ব সৃষ্টির বিষয়টি খেলাপি করদাতাকে অবহিত করিবেন এবং নোটিশ জারির এক মাসের মধ্যে খেলাপি করদাতা বকেয়া কর পরিশোধ না করিলে, খেলাপি করদাতার উক্ত সম্পত্তি কমিশনার নির্ধারিত পদ্ধতিতে ক্রোক ও বিক্রয় করিয়া বকেয়া কর আদায় করিতে পারিবেন।