VATax

মূসক আইনের ধারা ৩৭: অধিকার (rights), ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) এবং ভাউচার।

মূসক আইনের ধারা ৩৭: অধিকার (rights), ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) এবং ভাউচার।

(১) যদি কোন অধিকার বা ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রয়োগ করা হয়, তবে উক্ত অধিকার বা ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রয়োগের মাধ্যমে যে সরবরাহ প্রদান করা হয়, উহার পণ হইবে অধিকার প্রয়োগের পর অতিরিক্ত পণ থাকিলে উহার সমপরিমাণ।

(উদাহরণ: আড়ং বিভিন্ন মূল্যের গিফট ভাউচার বিক্রয় করে। ধরে নেয়া যাক, ‘ক’ নামীয় ব্যক্তি আড়ং থেকে ১০০০ টাকার ভাউচার ক্রয় করলো। এ ক্রয়ের সময়েই আড়ং প্রযোজ্য মূসক আদায় করবে।ক্রয়কৃত ভাউচারটি ‘খ’ নামীয় ব্যক্তিকে গিফট দেয়া হলো। ‘খ’ ১০০০ টাকার পণ্য ক্রয়ের অধিকার প্রাপ্ত হলো। ‘খ’ যদি ভাউচারটি নিয়ে আড়ংয়ে শপিং করতে যায়, তাহলে ‘খ’ ১০০০ টাকার অধিকার প্রয়োগের পর যদি অতিরিক্ত পণ থাকে তাহলে ঐ অতিরিক্ত পণের উপর মূসক প্রদান করবে। অর্থাৎ, ‘ঘ’ যদি ১২০০ টাকার শপিং করে তাহলে শুধুমাত্র ২০০ টাকার উপর মূসক প্রদান করতে হবে। কেননা, ১০০০ টাকার উপর মূসক পূর্বেই পরিশোধ করা হয়েছে।

আলোচ্য ধারায় অধিকার (rights) বা ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) বলতে যা বোঝানো হয়েছে তা নিম্নরূপ:
অধিকার (rights) হলো কোন পণ্য ক্রয়ের জন্য আংশিক মূল্য পরিশোধ সাপেক্ষে ক্রয়ের অঙ্গীকার করা। ক্ষেত্রবিশেষে এ ক্রয়ে পূর্ণমূল্য পরিশোধ করাও হতে পারে।
ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার (option) হলো কোন পণ্য ক্রয় বা বিক্রয় করার ইচ্ছা প্রকাশ। এ ইচ্ছা ভবিষ্যতে কার্যকর হতে পারে।

ভাউচার মূলত গিফট কার্ড বা গিফট টোকেন বা ভাউচার বা ইলেক্ট্রনিক ভাউচার। ভবিষ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার হচ্ছে গিফট ভাউচার বা অনুরূপ কোন ভাউচার যা দিয়ে ভবিষ্যতে ক্রয় করা হবে ক্রেতা এমন ইচ্ছা পোষণ করে ভাউচারটি ক্রয় করেন, যাতে ভাউচার মূল্য আংশিক বা পূর্ণ পরিশোধ করা হলেও কোন নির্দিষ্ট পণ্য বা সেবার বিপরীতে অর্থ পরিশোধ করা হয়নি।

ভাউচার কখনো আংশিক বা পূর্ণ পণ পরিশোধ সাপেক্ষে হতে পারে আবার পণবিহীনও হতে পারে। আংশিক বা পূর্ণ পণযুক্ত ভাউচার ইস্যুর ক্ষেত্রে তা সরবরাহ হিসেবে বিবেচিত হবে। পণবিহীন ভাউচার পণ্য বা সেবা সরবরাহের অঙ্গীকার হিসেবে বিবেচিত হবে। ভাউচার ক্রয়ের সময় এর মূল্যমানের সমপরিমাণ বা আংশিক অর্থের উপর মূসক প্রদেয় হয়। তাই ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয় করার সময় যদি ভাউচারের বিপরীতে পরিশোধিত পণের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় তবে ঐ অতিরিক্ত অর্থের উপরই মূসক প্রদেয় হবে। যদি পণবিহীন ভাউচার হয় তাহলে যখন পণ পরিশোধিত হবে তখনই তা সরবরাহ হিসেবে বিবেচিত হবে এবং মূসক পরিশোধ করতে হবে।

আর অধিকারের ক্ষেত্রে ভাউচার দ্বারা পণ্য বা সেবা ক্রয় সম্পর্কে নিশ্চয়তা প্রদান করা হলেও পূর্ণ পণ পরিশোধ করা হয় না। ভাউচার হচ্ছে অধিকার প্রয়োগের রশিদ। অধিকার প্রয়োগের পর সরবরাহ গ্রহণকারীর নিকট সরবরাহকারী যে পণ প্রাপ্য হবে সে পণের উপর মূসক প্রদেয় হবে। অধিকার হিসেবে যে রশিদ বা ভাউচার প্রদান করা হয় তার উপর আইনের ধারা-৩৩ অনুযায়ী ভাউচার বা রশিদ ইস্যুকালে মূসক প্রদেয় হয়ে যায়। ফলে এ রশিদ বা ভাউচারে যে পরিমাণ পণ্য ক্রয় বা বিক্রয়ের অধিকার প্রদান করা হয়েছে তা প্রয়োগের পর অতিরিক্ত কোন পণ থাকলে শুধুমাত্র সে পণের উপর মূসক প্রদান করতে হবে।
দুই ধরনের ভাউচার রয়েছে, যথা: সিঙ্গেল পারপাস ভাউচার আর মাল্টি পারপাস ভাউচার।
সিঙ্গেল পারপাস ভাউচার (Single Purpose Voucher-SPV): যখন কোন ভাউচার একক মুসক হার বিশিষ্ট পণ্য, পণ্যের নাম, মূল্য সংযোজন করের হার, পণ্য সরবরাহের স্থান, অপরিশোধিত মূসকের পরিমাণ ইত্যাদি উল্লেখপূর্বক সরবরাহ করা হয় তখন তাকে সিঙ্গেল পারপাস ভাউচার বলে। সিঙ্গেল ভাউচারের মাধ্যমে পণ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবসায়ীকে মূসক পরিশোধ করতে হয় না। কারণ, পূর্বেই মূসক পরিশোধ করে ভাউচার ইস্যু করা হয়। পরবর্তীতে কৃত পণ্য পরিবর্তন বা অন্যকোন কারণে যদি মূসকের পরিমাণে পরিবর্তন ঘটে তাহলে অতিরিক্ত মূসক পরিশোধ করতে হয়।
মাল্টি পারপাস ভাউচার (Multi Purpose Voucher-MPV): মাল্টি পারপাস ভাউচার বিভিন্ন মূসক হারের বিভিন্ন পণ্য বা সেবা বিভিন্ন স্থানে সরবরাহের জন্য ইস্যু করা হয়। এ ধরনের ভাউচারের ক্ষেত্রে অপরিশোধিত মূসকের পরিমাণ উল্লেখ থাকে না। যখন মাল্টি পারপাস ভাউচারের সীমা শেষ হবে তখন তা মুসকের জন্য হিসাব করা হবে। এ সময় সরবরাহকৃত পণ্য বা সেবার হার অনুযায়ী প্রযোজ্য মূসক আদায় করা হয়।

(২) কোন সরবরাহের সমুদয় বা আংশিক মূল্য পরিশোধের নিমিত্ত ভাউচার গ্রহণ করা হইলে, উক্ত সরবরাহের পণ হইবে উক্ত ভাউচার মূল্য বিয়োগ করিবার পর যে মূল্য অবশিষ্ট থাকে সেই মূল্য।

(যেমন: ‘ক’ নামীয় ব্যক্তি কোন একটি দোকানে গিয়ে একটি শার্ট পছন্দ করলো। শার্টের দাম ২০০০ টাকা কিন্তু ‘ক’ ১০০০ টাকা পরিশোধ করে শার্টটি ক্রয় করার উদ্দেশ্যে একটি ভাউচার গ্রহণ করলো। ফলে ১০০০ টাকার উপর মূসক পরিশোধ করতে হবে। পরবর্তী দিন যদি অবশিষ্ট ১০০০ টাকা পরিশোধ করে শার্টটি গ্রহণ করে তাহলে অবশিষ্ট ১০০০ টাকার উপর মূসক পরিশোধ করতে হবে।
কোন পণ্য ক্রয় করার লক্ষ্যে যদি আংশিক বা পূর্ণ মূল্য পরিশোধের প্রমাণক হিসেবে কোন ভাউচার প্রদান করা হয়, তবে আইনের ধারা-৩৩ অনুযায়ী ভাউচারের মাধ্যমে পরিশোধিত পণের উপর পরিশোধকালে মূসক প্রদেয় হয়ে যায়। ফলে ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয়ের যে অধিকার প্রদান করা হয়েছে অর্থাৎ যে মূল্য পরিশোধিত হয়েছে যদি কোন কারণে পণ্য মূল্য তা অতিক্রম করে তবে অতিরিক্ত অবশিষ্ট পণের উপর মূসক প্রদেয় হবে।

(৩) কোন ভাউচার সরবরাহ করযোগ্য সরবরাহ না হইলে উপ-ধারা (২) প্রযোজ্য হইবে না।
ব্যাখ্যা: এই ধারায়, “ভাউচার” অর্থ প্রদত্ত কোন রশিদ, টিকেট, স্বীকারপত্র বা ইলেক্ট্রনিক পদ্ধতিতে ইস্যুকৃত অনুরূপ দলিল যাহার বাহক পণ্য, সেবা, বা স্থাবর সম্পত্তি সরবরাহ পাওয়ার অধিকার অর্জন করেন, তবে উহার মধ্যে ডাক টিকেট বা রাজস্ব স্ট্যাম্প অন্তর্ভুক্ত হইবে না।

(যদি কোন মূল্যই পরিশোধ করা না হয়ে থাকে শুধু পণ্য ক্রয়ের নিশ্চয়তা হিসেবে ভাউচার ইস্যু করা হয় তাহলে উক্ত সরবরাহের সময় প্রদেয় সমুদয় পণ্য মূল্যই হবে পণ, যার উপর মূসক পরিশোধ করতে হবে।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top