(১) কোন করযোগ্য সরবরাহের উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন সরবরাহ প্রদান করা হয়।
(খ) যখন সরবরাহ সংক্রান্ত চালানপত্র ইস্যু করা হয়;
(গ) যখন পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়: এবং
(ঘ) যখন কোন সরবরাহ ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়।
(২) কোন সরবরাহ আনুক্রমিক (Progressive) বা পর্যাবৃত্ত (Periodic) সরবরাহ হিসাবে বিবেচিত হইলে উহার উপর আরোপিত মূসক নিম্নবর্ণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হইবার সময় প্রদেয় হইবে, যথা:-
(ক) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়:
(খ) যখন উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে প্রাপ্য পণের আংশিক বা সমুদয় গ্রহণ করা হয়; এবং
(গ) যখন অনুক্রম সরবরাহের বিপরীতে মূল্য প্রদেয় হয়।
(৩) উপ-ধারা (২) এর বিধান সত্ত্বেও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে পানি, গ্যাস, জ্বালানী তৈল বা বিদ্যুৎ এর আনুক্রমিক বা পর্যাবৃত্তিক সরবরাহ করা হইলে, যে তারিখে উক্ত সরবরাহের প্রত্যেকটির বিপরীতে চালানপত্র ইস্যু করা হয়, উক্ত তারিখ হইতে ৭৯০ (নব্বই) দিনের মধ্যে প্রদেয় মূসক পরিশোধ করিতে হইবে।।
(দাখিলপত্র ফরম-৯.১ এ মূসক দাখিলপত্র পূরণের গুরুত্বপূর্ণ আইনগত নির্দেশনার (৪) নং নির্দেশনায় দাখিলপত্র পেশের পূর্বে ট্রেজারি চালানের মাধ্যমে মূসক পরিশোধ করার বিধান রয়েছে। অর্থাৎ কর মেয়াদ শেষে পরবর্তী ১৫ তারিখের মধ্যে ট্রেজারিতে মূসক পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ীই রিটার্নের অনলাইন ভার্সনটি প্রস্তুত করা হয়েছে। ফলে এ ধারার সাথে অনলাইন ভার্সন সংগতিপূর্ণ করার প্রয়োজন হবে।)