Section 103 of the VAT Act.
Liability of Directors or Promoters in a Company, Association, or Joint Venture for Development of Property
(1) If any company, association of persons, or joint venture engaged in property development fails to pay any outstanding taxes, then all individuals who were directors, representatives, or promoters of such entity at the time the tax became due shall be held jointly and severally liable for the payment of such dues, provided they failed to exercise due diligence, responsibility, and competence within the specified time period.
(2) Any such director, representative, or promoter who becomes liable for the unpaid taxes shall have the right to seek reimbursement from other directors, representatives, or promoters who were similarly responsible during that period.
(3) Without limiting the overall responsibility of the said directors, representatives, agents, or promoters, the following actions shall be deemed to have been undertaken by the company, association, or joint venture itself:
(a) Conducting any economic activity or part thereof;
(b) Any supply, import, or acquisition made in the course of economic activity;
(c) Manufacture of goods or provision of services;
(d) Receipt of any issued notice;
(e) Submission of any return or statement;
(f) Payment of tax; or
(g) Furnishing of information.
Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.
কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা উদ্যোক্তার দায়।
(১) যদি কোন কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ বকেয়া কর পরিশোধে ব্যর্থ হয়, তাহা হইলে যে সময় উক্ত অর্থ বকেয়া হইয়াছিল সেই সময় যাহারা উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগের পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা ছিলেন তাহারা যথাযথ সতর্কতা, দায়িত্বশীলতা এবং দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হইলে সকলে যৌথ ও ব্যক্তিগতভাবে উক্ত অর্থ পরিশোধের জন্য নির্ধারিত সময়সীমা পর্যন্ত দায়ী থাকিবেন।
(২) বকেয়া কর পরিশোধে দায়ী প্রত্যেক পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তা, অন্যান্য পরিচালক বা প্রতিনিধি বা উদ্যোক্তার নিকট হইতে পুনর্ভরণ (reimbursement) পাওয়ার অধিকারী হইবেন।
(৩) উক্ত পরিচালক, প্রতিনিধি, এজেন্ট বা উদ্যোক্তা কর্তৃক সম্পাদিত কর্মকান্ডের সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া নিম্নবর্ণিত কর্মকান্ড উক্ত কোম্পানী বা ব্যক্তি সংঘ বা সম্পত্তি উন্নয়নে যৌথ উদ্যোগ কর্তৃক সম্পাদিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-
(ক) অর্থনৈতিক কার্যক্রম বা উহার অংশবিশেষ পরিচালনা;
(খ) অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় কোন সরবরাহ, আমদানি বা অর্জন;
(গ) পণ্য প্রস্তুতকরণ বা সেবা সরবরাহ;
(ঘ) জারিকৃত কোন নোটিশ প্রাপ্তি;
(ঙ) দাখিলপত্র পেশকরণ;
(চ) কর পরিশোধ; বা
(ছ) তথ্য সরবরাহ।