(১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর, বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের উপর এবং বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত এবং প্রদেয় হইবে।
(আইনের দ্বিতীয় তফসিল দ্বারা সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবার তালিকা প্রণয়ন করা হয়েছে। এ তফসিলের টেবিল-১ এ আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য, টেবিল-২ এ সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য এবং টেবিল-৩ এ সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।)
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের নিমিত্ত আমদানি না করিয়া রপ্তানির নিমিত্ত আমদানি করা হইলে, উক্ত পণ্যের আমদানির উপর কোন সম্পূরক শুল্ক আরোপিত হইবে না।
(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের তৃতীয় অধ্যায় এর অধীন শূন্যহার গবিশিষ্ট মূসক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর সম্পূরক শুল্ক আরোপিত হইবে না।
(এ আইনের তৃতীয় অধ্যায় বা এ আইনের আওতায় প্রণীত বিধিমালার তৃতীয় অধ্যায়ে রপ্তানি সংক্রান্ত কিছু আইন ও বিধি উল্লেখ আছে। এসব ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপিত হবে না।)
(৪) প্রদেয় সম্পূরক শুল্কের পরিমাণ হইবে-
(ক) সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম (৪) এ কোন সম্পূরক শুল্ক হার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে, উক্ত পণ্য বা সেবার সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্যের সহিত উক্ত হার গুণ করিয়া নিরূপিত অর্থ: বা
(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য কোন পণ্য বা সেবার উপর দ্বিতীয় তফসিলের কলাম (৪) এ সম্পূরক শুল্কের পরিমান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকিলে ,উক্ত পরিমান।
(হারভিত্তিক বা পরিমাণভিত্তিক সম্পূরক শুল্ক আরোপ করার সুযোগ আছে। বর্তমান আইনে হারভিত্তিক সম্পূরক শুল্ক বিদ্যমান।)
(৫) কোন সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহের উপর কেবলমাত্র একটি পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে।
(যে পণ্যের উপর আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপিত আছে ঐ পণ্যের কোনরূপ পরিবর্তন সাধন ব্যতীত অন্য যেকোন পর্যায়ের সরবরাহে আর সম্পূরক শুল্ক আরোপিত হবে না। স্থানীয় পর্যায়ে উৎপাদন ও বিপণনের বেশকিছু পর্যায় থাকে। ফলে সম্পূরক শুল্ক কোন পর্যায়ে আরোপিত হবে তা নিয়ে মাঠ পর্যায়ে জটিলতা তৈরি হয়। সুস্পষ্টভাবে তফসিল কিংবা প্রজ্ঞাপন বা আদেশে সম্পূরক শুল্ক আরোপের পর্যায় উল্লেখ না থাকলে যে পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপিত আছে ঐ পণ্যের যেকোন পর্যায়ে সম্পূরক শুল্ক প্রদান করার অধিকার করদাতার রয়েছে।)