VATax

মূসক আইনের ধারা ৮৮: কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা।

মূসক আইনের ধারা ৮৮: কাস্টমস কর্মকর্তাগণের দায়িত্ব এবং ক্ষমতা।

(১) এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার প্রয়োগ ও কার্যকরকরণার্থ কাস্টমস কর্মকর্তাগণের নিম্নবর্ণিত দায়িত থাকিবে, যথা:-
(ক) করযোগ্য আমদানির উপর আরোপিত মূসক ও আগাম কর আদায়; এবং
(খ) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক আদায়।

(২) আমদানি পণ্যের উপর আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে কাস্টমস আইন দ্বারা কাস্টমস কর্মকর্তা যেইরূপ ক্ষমতাপ্রাপ্ত হন সেইরূপ ক্ষমতা এই আইনের অধীন আমদানি পণ্যের উপর মূসক, সম্পূরক শুল্ক এবং আগাম কর আরোপের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।।
(কাস্টম হাউস বা স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের মূসক ও সম্পূরক শুল্ক আদায়ের ক্ষমতা এ ধারা মারফত প্রদান করা হয়েছে।}

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top