আয়কর আইনের ধারা ২২৬: প্রত্যর্পণ দাবি।By admin / April 17, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ২২৬: প্রত্যর্পণ দাবি। এই আইনের অধীন কোনো আদেশ বা কার্যক্রমের ফলে কোনো অঙ্ক প্রত্যর্পণযোগ্য হইলে প্রত্যর্পণযোগ্য পরিমাণ করদাতার ব্যাংক হিসাবে ইলেক্ট্রেনিক ট্রান্সফার না করিলে করদাতা নির্ধারিত পদ্ধতিতে উক্ত ফেরতের দাবি করিতে পারিবেন।