আমদানীকারকগণ তাদের নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য সংশ্লিষ্ট লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের (https://olm.ccie.gov.bd/) নিকট হতে নিবন্ধন নিতে হয়। এতদলক্ষ্যে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্রাদি দাখিল করতে হবে তা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হল :
একমালিকানা । অংশীদারি ব্যবসার । কোম্পানির ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ
১. ট্রেড লাইসেন্স
২. টিন সার্টিফিকেট
৩. সংশ্লিষ্ট ব্যবসায়িক সমিতির সদস্য সার্টিফিকেট
৪. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
৫. জাতীয় পরিচয় পত্র
৬. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৭. পার্টনারশীপ ডিড (অংশীদারি ব্যবসার ক্ষেত্রে)
৮. ইনকরপোরেশন সার্টিফিকেট, স্মারকলিপি এবং সমিতির নিবন্ধ (কোম্পানির ক্ষেত্রে) .
আমদানি নিবন্ধন সনদ সক্রান্ত কোন প্রশ্ন থাকলে বা সেবা পেতে কল করুন : ০১৩২৫ ৬৮১১৪৪