Section 105 of the VAT Act : Death or Insolvency of a Taxpayer
In the event of the death or declaration of insolvency of a taxpayer, if the economic activities previously conducted by the taxpayer are continued by a trustee or executor of the taxpayer’s estate, such trustee or executor shall, for the purposes of this Chapter, be deemed to be the taxpayer.
Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.
মূসক আইনের ধারা ১০৫: করদাতার মৃত্যু বা দেউলিয়াত্ব ঘোষণা।
কোন করদাতার মৃত্যুর পর বা তাহার দেউলিয়াত ঘোষণার পর যদি তৎকর্তৃক পরিচালিত অর্থনৈতিক কার্যক্রম তাহার সম্পত্তির ট্রাস্টি বা নির্বাহক দ্বারা পরিচালিত হয়, তাহা হইলে উক্ত নির্বাহক বা ট্রাস্টি, এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, করদাতা বলিয়া গণ্য হইবে।