Section 104 of the VAT Act : Continuity of Partnership Firm or Unincorporated Association
If—
(a) a partnership firm or unincorporated association is dissolved or discontinued due to the admission or retirement of any partner or member;
(b) a new partnership firm or unincorporated association is constituted with the remaining members; and
(c) the newly constituted firm or association continues to carry out the same economic activities as conducted by the dissolved firm or association;
then, for the purposes of this Act, the dissolved and the newly constituted firm or association shall be deemed to be a single, continuous entity.
Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.
মূসক আইনের ধারা ১০৪: অংশীদারি কারবার বা অনিগমিত সংঘের ধারাবাহিকতা।
যদি-
(ক) কোন অংশীদারি কারবার বা অনিগমিত সংঘ নূতন কোন অংশীদার বা সদস্য ভর্তি বা অবসর গ্রহণের কারণে বিলুপ্ত হইয়া যায় বা অবসায়িত হয়;
(খ) বিদ্যমান অবশিষ্ট সদস্য সমন্বয়ে নূতন কোন অংশীদারি কারবার বা অনিগমিত সংঘের সৃষ্টি হয়; এবং
(গ) উক্ত অংশীদারি কারবার বা অনিগমিত সংঘ সেইরূপ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, যাহা অবসায়িত অংশীদারি কারবার বা সংঘের দ্বারা পরিচালিত হইত;
তাহা হইলে অবসায়িত অংশীদারি কারবার বা সংঘ এবং নূতন অংশীদারি কারবার বা সংঘ, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি অবিচ্ছেদ্য অংশীদারি কারবার বা সংঘ বলিয়া গণ্য হইবে।