VATax

Section 101 of the VAT Act: Responsibilities and Liabilities

Section 101 of the VAT Act. Responsibilities and Liabilities

Section 101 of the VAT Act: Responsibilities and Liabilities of a Representative

1. For the purpose of recovering outstanding tax, a representative of a defaulting taxpayer shall also be liable for fulfilling all duties and obligations imposed on the defaulting taxpayer.

2. Any property or funds of the defaulting taxpayer that are under the possession or control of the representative shall be subject to recovery from the representative for the purpose of realizing the outstanding tax.

3. The representative shall also be personally liable for the outstanding tax if, during the period of non-payment:
(a) He withdraws, transfers, or otherwise deals with any money received or accrued for the purpose of tax payment; or
(b) He withdraws or transfers any funds or assets of the defaulting taxpayer in his possession to any other person.

4. Failure by the representative to fulfill responsibilities under this section shall not, in any way, absolve the defaulting taxpayer from the duties and obligations imposed under this Act or its rules.

5. If a defaulting taxpayer has two or more representatives, the responsibilities and liabilities mentioned in this section shall apply to all such representatives jointly and severally.

Please feel free to contact us if you have any questions or require further clarification regarding this article.
We warmly welcome your comments and will be happy to address your queries.

মূসক আইনের ধারা ১০১: প্রতিনিধির দায়দায়িত্ব এবং বাধ্যবাধকতা

(১) বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে খেলাপি করদাতার উপর আরোপিত সকল দায়দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য খেলাপি করদাতার প্রতিনিধিও দায়ী থাকিবেন।

(২) খেলাপি করদাতার যে পরিমাণ সম্পত্তি বা অর্থ, প্রতিনিধির দখল বা নিয়ন্ত্রণাধীন রহিয়াছে, উহা বকেয়া কর আদায়ের উদ্দেশ্যে প্রতিনিধির নিকট হইতে আদায়যোগ্য হইবে।

(৩) বকেয়া করের জন্য প্রতিনিধিও ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন যদি তিনি বকেয়া কর অপরিশোধিত থাকাকালে-
(ক) প্রদেয় অর্থ পরিশোধের নিমিত্ত প্রাপ্ত বা উদ্ভূত অর্থ উত্তোলন করেন, উহাতে দায় সৃষ্টি করেন বা হস্তান্তর করেন; বা
(খ) তাহার দখলে থাকা উক্ত ব্যক্তির কোন অর্থ বা তহবিল উত্তোলন করেন বা অন্য কোন ব্যক্তিকে প্রদান করেন।

(৪) প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হইলে, এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন খেলাপি করদাতার উপর আরোপিত দায়িত্ব এবং কর্তব্য পালন করা হইতে এই ধারার কোন কিছুই খেলাপি করদাতাকে অব্যাহতি প্রদান করিবে না।

(৫) যদি কোন খেলাপি করদাতার দুই বা ততোধিক প্রতিনিধি থাকে, তাহা হইলে এই ধারায় উল্লিখিত দায়িত্ব ও কর্তব্যসমূহ উক্ত প্রতিনিধিবর্গের ক্ষেত্রে যৌথভাবে এবং পৃথকভাবে প্রযোজ্য হইবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top