(১) আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহ পৃথক সরবরাহ হিসাবে গণ্য হইবে।
(২) যদি আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের প্রতিটি সরবরাহ তাৎক্ষণিকভাবে পৃথক করা না যায়, তাহা হইলে উক্ত সরবরাহকে পৃথক সরবরাহের পর্যায়ক্রম হিসাবে গণ্য করা হইবে, যাহার প্রত্যেকটি উক্ত সরবরাহের অনুপাতের সহিত সংগতিপূর্ণ এবং যাহার সহিত পর্যায়ক্রমিক পণের প্রত্যেক পৃথক অংশ আনুপাতিক হারে সংশ্লিষ্ট।
(একটি চুক্তির আওতায় একাধিক সরবরাহের মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে ঐ চুক্তির অধীন প্রতিটি সরবরাহ পৃথক সরবরাহ হিসেবে গণ্য হবে এবং তা আনুক্রমিক সরবরাহ হিসেবে বিবেচিত হবে। যদি কোন সরবরাহকে আলাদা করা না যায় (যেমন: গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি)। তবে তা পর্যাবৃত্ত সরবরাহ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে ঐ ধারাবাহিক সরবরাহকে একক সরবরাহের (যেমন: এক ঘনমিটার গ্যাস) সাথে মূল্যের আনুপাতিক সম্পর্কের মাধ্যমে পরিমাপ করা হবে। (যেমন: এক ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা হলে সরবরাহের সময়ে তা পরিমাপ করা না গেলেও এক দিনে বা এক ঘণ্টায় যে পরিমাণ গ্যাস সরবরাহিত হয়েছে তা প্রতি ইউনিট গ্যাসের মূল্য দ্বারা পরিমাপ করা সম্ভব। আলোচ্য ক্ষেত্রে এ সম্পর্ককে বোঝানো হয়েছে।)
(৩) লিজ বা সম্পত্তি ব্যবহারের অধিকার সংক্রান্ত সরবরাহের প্রতিটি অংশের ক্ষেত্রে, লিজ বা সম্পত্তির উক্তরূপ ব্যবহারের অব্যাহত সময়কাল সরবরাহের সময় হিসাবে গণ্য হইবে।
(লিজের ক্ষেত্রে কোন জমি যে সময়ের জন্য লিজ দেয়া হয় সে পুরো সময়টাই সরবরাহের সময় হিসেবে বিবেচিত হবে।)