আয়কর আইনের ধারা ১৬৪: উৎসে (অধিক বা কম) কর্তিত বা সংগৃহীত কর ন্যূনতম করের ভিত্তি না হওয়া।By admin / March 10, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ১৬৪: উৎসে (অধিক বা কম) কর্তিত বা সংগৃহীত কর ন্যূনতম করের ভিত্তি না হওয়া। যেইক্ষেত্রে সঠিক পরিমাণের অধিক বা কম কর কর্তন বা সংগ্রহ করা হয়, সেইক্ষেত্রে ধারা ১৬৩ এর অধীন ন্যূনতম কর হিসাব করিবার উদ্দেশ্যে উক্তরূপ অধিক পূবা কম কর্তন বা সংগ্রহ করা হইয়াছে মর্মে বিবেচনা করা যাইবে না।