কমিশনার, কাস্টমস বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা পণ্যের আমদানি মূল্যের উপর নির্ধারিত, অনধিক ২০% (বিশ শতাংশ) হারে, উৎসে কর সংগ্রহ করিবেন।
বিধি-৮ (২০২৪)। আমদানীকারকদের নিকট হতে কর সংগ্রহ।
(১) আইনের ধারা ১২০ মোতাবেক কর সংগ্রহের নিমিত্ত কাস্টমস কমিশনার অথবা অন্য কোনো যথোপযুক্ত কর্মকর্তা যেকোনো পণ্য আমদানির ক্ষেত্রে নিম্নবর্ণিত হার অনুযায়ী কর সংগ্রহ করিবেন।
(ক) দফা (খ), দফা (গ), দফা (ঘ), দফা (ঙ), দফা (চ), দফা (ছ), দফা (জ) এ বর্ণিত পণ্য ব্যতীত অন্যান্য আমদানিকৃত পণ্যের মূল্যের উপর ৫% (পাঁচ শতাংশ) হারে;
(খ) নিম্নবর্ণিত সারণী-১ এ উল্লিখিত পণ্য আমদানীর ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর ১% (এক শতাংশ) হারে:-
সারণী-১
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(গ) নিম্নবর্ণিত সারণী-২ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর ২% (দুই শতাংশ) হারে:-
সারণী-২
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(ঘ) নিম্নবর্ণিত সারণী-৩ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের প্রতি টনের উপর পাঁচ শত টাকা হারে:-
সারণী-৩
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(ঙ) নিম্নবর্ণিত সারণী-৪ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর ০% (শূন্য শতাংশ) হারে:-
সারণী-৪
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(চ) নিম্নবর্ণিত সারণী-৫ এ উল্লিখিত ভুটান থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর ০% (শূন্য শতাংশ) হারে:-
সারণী-৫
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(ছ) নিম্নবর্ণিত সারণী-৬ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি-ধারী কোনো মূসক নিবন্ধিত উৎপাদক কর্তৃক আমদানিকৃত পণ্য মূল্যের উপর ৩% (তিন শতাংশ) হারে:-
সারণী-৬
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(জ) নিম্নবর্ণিত সারণী-৭ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূল্যের উপর ১০% (দশ শতাংশ) হারে:-
সারণী-৭
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(ঝ) নিম্নবর্ণিত সারণী-৮ এ উল্লিখিত পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকৃত পণ্য মূলোর।উপর ২০% (বিশ শতাংশ) হারে:-
সারণী-৮
(বিস্তারিত বিধিমালা দ্রষ্টব্য)
(২) যেইক্ষেত্রে এই বিধির অধীন উৎসে করের প্রযোজ্যতা রহিয়াছে, এইরূপ আমদানিকারক অথবা আমদানি হইতে আয়, কোনো আয়বর্ষে করমুক্ত হয় বা হ্রাসকৃত হারে করারোপযোগ্য হয়, সেইক্ষেত্রে উক্ত আমদানিকারকের আবেদনের ভিত্তিতে বোর্ড, সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য কোনো কর কর্তন ছাড়াই বা হ্রাসকৃত হারে উৎসে কর কর্তনের জন্য, যেইরূপ উপযুক্ত প্রতীয়মান হয়, সেইরূপে লিখিতভাবে সনদপত্র দিতে পারিবে।
(৩) এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, “আমদানিকৃত পণ্যের মূল্য” বলিতে বুঝাইবে কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ২৭ নং আইন) এর ধারা ২৭ অনুযায়ী নির্ধারিত আমদানি পণ্যের মূল্য।