আয়কর আইনের ধারা ১০৬: সিকিউরিটিজের সুদ হইতে উৎসে কর কর্তন।By admin / February 10, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ১০৬: সিকিউরিটিজের সুদ হইতে উৎসে কর কর্তন। সরকারি সিকিউরিটিজ অথবা সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ ইস্যুর দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি ডিসকাউন্ট, সুদ বা মুনাফা পরিশোধ বা ক্রেডিটকালে, যাহা আগে ঘটে,১০%(দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।