আয়কর আইনের ধারা ৬৯: কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত না হওয়া।By admin / January 18, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ৬৯: কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদিত না হওয়া। (১) কোনো আয়বর্ষে এই অধ্যায়ের অধীন কোনো সম্পদের বিপরীতে খরচ সম্পূর্ণ বা আংশিকভাবে অনুমোদিত হইলে তাহা একই সম্পদের বিপরীতে পুনরায় অনুমোদিত হইবে না। (২) খরচ অনুমোদনের সীমাবদ্ধতা সম্পর্কিত ধারা ৫৫ এ উল্লিখিত বিধানাবলি এই অধ্যায়ের এইরূপ ক্ষেত্রে প্রযোজ্য হইবে।