আয়কর আইনের ধারা ৬০: বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা।By admin / January 15, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ৬০: বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা। উৎসে কর কর্তন প্রযোজ্য হয়, এইরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তন বা সংগ্রহ করা না হইলে এবং এই আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হইলে, উক্ত ব্যয়কে এই অধ্যায়ের অধীন অনুমোদনযোগ্য বিয়োজন হিসাবে বিবেচনা করা যাইবে না।