VATax

আয়কর আইনের ধারা ২৭: বাংলাদেশে উপচিত বা উদ্ভুত বলিয়া গণ্য আয়।

আয়কর আইনের ধারা ২৭: বাংলাদেশে উপচিত বা উদ্ভুত বলিয়া গণ্য আয়।

বাংলাদেশে উপচিত বা উদ্ভুত বলিয়া গণ্য আয়।

বাংলাদেশে উপচিত বা উদ্ভুত বলিয়া গণ্য আয়। -নিম্নবর্ণিত আয়সমূহ বাংলাদেশে উপচিত বা উদ্ভুত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক)  পরিশোধের স্থান নির্বিশেষে চাকরি হইতে আয় খাতভুক্ত যেকোনো আয়, যদি তাহা-

(অ) বাংলাদেশে অর্জিত হয়; বা

(আ)সেবা প্রদানের বিপরীতে যদি সরকার বা স্থানীয় কতৃপক্ষ কতৃক কোনো বাংলাদেশি নাগরিককে পরিশোধ করা হয়:

(খ)  নিম্নবর্ণিত উৎস হইতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উপচিত বা উদ্ভুত কোনো আয়, যথা:-

(অ) বাংলাদেশে অবস্থিত কোনো স্থায়ী স্থাপনা;

(আ) বাংলাদেশে বিদ্যমান কোনো স্পর্শাতীত সম্পত্তি,বাংলাদেশে বিদ্যমান কোনো সম্পত্তি, অধিকার, অথবা আয়ের অন্য কোনো উৎস; বা

(ই)বাংলাদেশে অবস্থিত কোনো সম্পত্তি হস্তান্তর;

(ঈ)বাংলাদেশে অবস্থিত কোনো ক্রেতার নিকট ইলেকট্রনিক মাধ্যমে কোনো পণ্য বা সেবা বিক্রয়; বা

(উ) বাংলাদেশে ব্যবহৃত কোনো স্পর্শাতীত সম্পত্তি;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top