কর ধার্যকরণ
আয়কর আইন এর ধারা ১৮ অনুযায়ী:
(১) কোনো আয়বর্ষে কোনো ব্যাক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা হইবে।
(২) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, সংসদ কতৃক প্রণীত আইনের অধীন কোনো করবর্ষভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা হইবে :
তবে আয়বর্ষ ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর নির্ধারিত হারে আয়কর ধার্য , আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা যাইবে।
(৩) এই আইনের বিধানানুযায়ী নিম্নবর্ণিত করাদি ধার্য, আরোপ, পরিশোধ বা সংগ্রহ করা হইবে, যথা:-
- উৎসে কর;
- অগ্রিম আয়কর ;
- নূন্যতম কর; এবং
- অন্য কোনো কর।
(৪) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, সংসদ কতৃক প্রণীত আইনের অধীন নির্ধারিত হারে ও প্রকৃতিতে সারচার্জ অথবা অন্য কোনো চার্জ ধার্য, আরোপ বা সংগ্রহ করা হইবে।
(৫) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে অংশ ৭ এবং সপ্তম তফসিলে বর্ণিত হারে কর আরোপিত হইবে, যথা:-
(ক)মূলধনি আয় হিসাবে পরিগণিত যেকোনো আয়;
(খ)লভ্যাংশ হিসাবে পরিগণিত যেকোনো আয় ; এবং
(গ)লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম অথবা এইরূপ যেকোনো প্রকৃতির খেলায় জয় লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে এইরূপ প্রাপ্তি।