মোট ভাড়া মূল্য পরিগণনা।
মোট ভাড়ামূল্য পরিগণনা।– কোনো আয়বর্ষে কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য নিম্নবর্ণিত সূত্রানুযায়ী পরিগণনা করিতে হইবে, যথা:-
ক = (খ+গ+ঘ)-ঙ-চ, যেখানে-
ক = মোট ভাড়ামূল্য,
খ =উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত ভাড়ার পরিমান, বা সম্পত্তির বার্ষিক মূল্য,এই দুইয়ের মধ্যে যাহা অধিক,
গ = উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ, তাহা যে নামেই অভিহিত হউক না কেন,
ঘ = উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হইতে প্রাপ্ত অন্য যেকোনো অঙ্ক বা কোনো সুবিধার অর্থমূল্য, যাহা ‘খ’ বা ‘গ’ তে উল্লিখিত অংকের অতিরিক্ত,
ঙ = এইরূপ কোনো অগ্রিম অঙ্ক,যাহা পূর্ববর্তী কোনো আয়বর্ষে গৃহীত হইবার কারণে মোট ভাড়ামূল্যে অন্তর্ভুক্ত হইয়াছিল, তবে উক্ত অগ্রিম বিবেচ্য আয়বর্ষের ভাড়ার বিপরীতে ভাড়াগ্রহণকারী কতৃক সমন্বয় করা হইয়াছে,
চ = শুন্যতা ভাতা,
তবে শর্ত থাকে যে, ভাড়া আয় না থাকা সম্পর্কে উপকর কমিশনারকে প্রতিমাসের ৩০ তারিখের মধ্যে অবহিত করিতে হইবে।