ভাড়া হইতে আয়। -(১) কোনো ব্যক্তির কোনো সম্পত্তির মোট ভাড়ামূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকিবে তাহাই হইবে হইবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়।
(২) কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশে উক্ত ব্যক্তির নিজ ব্যাবসায়ের উদ্দেশ্য নিয়োজিত থাকিলে এবং তাহা হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যাক্তির ব্যাবসা হইতে আয় খাতে পরিগণনাযোগ্য হইলে,এবং উক্ত অংশের জন্য এই ধারা প্রযোজ্য হইবে না।
(৩) কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যাবসা নির্বিশেষে যে ধরণেরই হউক না কেন, ভাড়া হইতে আয় খাতের অধীন আয় পরিগণনা করিতে হইবে।
(৪) যে ক্ষেত্রে একাধিক ব্যাক্তি উপ-ধারা (১) উল্লিখিত সম্পত্তির মালিক হন,সেইক্ষেত্রে উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যাক্তির প্রাপ্ত আয়কে নিম্নবর্ণিতভাবে পরিগণনা করিতে হইবে, যথা:-
যদি সম্পত্তিতে কোনো ব্যাক্তির অংশের পরিমান সুনির্দিষ্ট এবং নিশ্চিত হয় | মালিকানার শেয়ারের আনুপাতিক হারে |
যদি সম্পত্তিতে কোনো ব্যাক্তির অংশের পরিমান সুনির্দিষ্ট না হয় | উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যাক্তির কর পরিগণনার ক্ষেত্রে উক্ত ব্যাক্তিগন ব্যাক্তিসংঘ হিসাবে পরিগণিত হইবে। |