VATax

আয়কর আইনের ধারা ৩৩: পারকুইজিট,ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্যে নির্ধারণ।

আয়কর আইনের ধারা ৩৩: পারকুইজিট,ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্যে

পারকুইজিট,ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্যে নির্ধারণ।

পারকুইজিট,ভাতা সুবিধাদির আর্থিক মূল্যে নির্ধারণ।-আর্থিক মূল্যে প্রদেয় পারকুইজিট, ভাতা ও সুবিধা ব্যতীত অন্যান্য পারকুইজিট,ভাতা ও সুবিধার আর্থিক মূল্যে নিম্নবর্ণিত সারণি মোতাবেক নির্ধারিত হইবে, যথা:-

ক্রমিক

নং

পারকুইজিট, ভাতা, সুবিধা, ইত্যাদি

নির্ধারিত মূল্যে

(১)

(২)

(৩)

১।

আবাসন সুবিধা

(ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কতৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কতৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য;

(খ) হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য।

২।

মোটরগাড়ি প্রতি সুবিধা

(ক) ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১০ ( দশ ) হাজার টাকা;

(খ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ২৫ (পঁচিশ) হাজার টাকা।

৩।

অন্য কোনো পারকুইজিট, ভাতা বা সুবিধা

পারকুইজিট, ভাতা বা সুবিধার আর্থিক মূল্য বা ন্যায্য মূল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top