আয় একীভূতকরণ।
আয় একীভূতকরণ।– (১) এই আইনে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে,নিম্নবর্ণিত আয়সমূহ কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) উক্ত ব্যক্তি কোনো ফার্মের অংশীদার বা কোনো ব্যাক্তিসংঘের সদস্য হইলে, উক্ত ফার্ম বা ব্যাক্তিসংঘের আয়ে তাহার অংশ;
(খ) উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়, যদি-
(অ)উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হন;
(আ) এইরূপ আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে; বা
(ই) তিনি এইরূপ একীভূতকরণে ইছুক হন:
তবে শর্ত থাকে যে, উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হইলে এই বিধান প্রযোজ্য হইবে না।