এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকারের উপযুক্ত কতৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক নহে এইরূপ কোনো ব্যক্তিকে কোনো আয়বর্ষে তাহার ব্যাবসায় বা পেশায় নিয়োগ প্রদান বা কর্মের সুযোগ প্রদান করিলে এইরূপ ব্যাক্তি এই আইনের অধীন প্রদেয় করের ৫০% ( পঞ্চাশ শতাংশ ) বা ৫ (পাঁচ) লক্ষ টাকা,এই দুইয়ের মধ্যে যাহা অধিক, অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করিবে।