VATax

আয়কর আইনের ধারা ১৬৮: জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল।

আয়কর আইনের ধারা ১৬৮: জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল।

(১) প্রত্যেক স্বাভাবিক [ব্যক্তি] করদাতাকে রিটার্নে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করিতে হইবে, যদি-
        (ক) সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত ব্যক্তির আয় ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক হয়;
        (খ) সংশ্লিষ্ট আয়বর্ষের কোনো সময় উক্ত ব্যক্তি মোটরযানের মালিকানা লাভকরেন;
        (গ) উক্ত ব্যক্তি ব্যবসা হইতে কোনো আয় করেন;
        (ঘ) উক্ত ব্যক্তি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হন; বা
     (ঙ) উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয়বর্ষে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন।

(২) উপকর কমিশনার, লিখিত নোটিশ দ্বারা, কোনো স্বাভাবিক] ব্যক্তিকে কোনো আয়বর্ষে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করিতে বলিতে পারিবেন, যদি-
        (ক) উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয়বর্ষে উক্ত ব্যয় বিবরণী দাখিল না করিয়া থাকেন, বা
      (খ) উক্ত করদাতার সংশ্লিষ্ট আয়বর্ষের করদায় নির্ধারণের জন্য উক্ত ব্যয় বিবরুণী আবশ্যক বলিয়া প্রতীয়মান হইয়া থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top