বাণিজ্যিক লাইসেন্স নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিটি বাণিজ্যিক লাইসেন্স নবায়নের জন্য নিম্নবর্ণিত হারে কর সংগ্রহ করিবে, যথা:-
(ক) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন বা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ (তিন) হাজার টাকা; (খ) অন্য কোনো সিটি কর্পোরেশনে ২ (দুই) হাজার টাকা; (গ) কোনো জেলা সদর দফতরের পৌরসভায় ১ (এক) হাজার টাকা; (ঘ) কোনো পৌরসভায় ৫০০ (পাঁচশত) টাকা।