VATax

আয়কর আইনের ধারা ১২৯: সিগারেট উৎপাদনকারীর হইতে কর সংগ্রহ।

আয়কর আইনের ধারা ১২৯: সিগারেট উৎপাদনকারীর হইতে কর সংগ্রহ।

 কোনো সিগারেট প্রস্তুতকারকের কাছে ব্যান্ডরোল বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, ব্যান্ডরোল বিক্রয়কালে, উক্তরূপ প্রস্তুতকারকের নিকট হইতে ব্যান্ডরোলের মোট মূল্যমানের ১০% (দশ শতাংশ) হারে কর সংগ্রহ করিবেন।

ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “সিগারেটের উৎপাদন” অর্থ কোনোরূপ যান্ত্রিক সহায়তা ব্যতীত প্রচলিত বা ঘরোয়া পদ্ধতিতে সিগারেট উৎপাদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top