আয়কর আইনের ধারা ১১৮: লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় হইতে কর কর্তন।By admin / February 16, 2025 / Leave a Comment HomeIncome Taxআয়কর আইনের ধারা ১১৮: লটারি, ইত্যাদি হইতে প্রাপ্ত আয় হইতে কর কর্তন। লটারি, শব্দজট, কার্ড গেইম, অনলাইন গেইম অথবা এইরূপ যেকোনো প্রকৃতির খেলায় জয় লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উক্তরূপ অর্থ প্রদানকালে, ২০% (বিশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।