উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, হারিস ইবনে হিশাম আল্লাহর রাসূল-এর কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল! আপনার কাছে ওহী কিভাবে আসে? তিনি বললেন, ওহী কোনো সময় ঘন্টার শব্দের মতো আমার কাছে আসে। আর সেটাই আমার জন্য সবথেকে কষ্টদায়ক ওহী। ফিরিশতা যা বলে, তা শেষ হতেই আমি তার কাছ থেকে তা আয়ত্ব করি। আবার কোনো সময় ফিরিশতা মানুষের আকৃতিতে এসে আমাকে যে ওহী বলেন, আমি তা সাথে সাথেই আয়ত্ব করি। আয়িশা বলেন, আমি প্রচণ্ড শীতের মৌসুমেও আল্লাহর রাসূল (সা.)-এর প্রতি প্রথম ধরনের ওহী অবতীর্ণ হবার পর তাঁর ললাট থেকে ঘাম ঝরতে দেখেছি।