প্রশ্নঃ ১৮:
করদিবস কি ?
ক. করদাতা কর্তৃক আয়কর রিটার্ন দাখিলের সর্ব শেষ তারিখ?
খ. করদাতা কর্তৃক আয়কর রিটার্ন দাখিলের সর্ব প্রথম তারিখ?
গ. করদাতা কর্তৃক আয়কর রিটার্ন দাখিলের প্রথম সপ্তাহ?
গ. করদাতা কর্তৃক আয়কর রিটার্ন দাখিলের শেষ সপ্তাহ ?
প্রশ্নঃ ১৭:
কর দিবসের পরবর্তীকালে আয়কর রিটার্ন দাখিল করলে, আয়কর আইন অনুযায়ী কত ধারা অনুসারে আয়কর পরিশোধ করতে হবে?
ক. ১৭১ ধারা
খ. ১৭২ ধারা
গ. ১৭৩ ধারা
ঘ. ১৭৪ ধারা
প্রশ্নঃ ১৬:
কর দিবসের পরবর্তীকাল আয়কর রিটার্ন দাখিল করা যাবে কিনা ?
ক. হ্যাঁ
খ. না
প্রশ্নঃ ১৫:
স্বাভাবিক ব্যক্তি করদাতাদের করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের কত ধারা মোতাবেক আয়কর পরিশোধ করতে হবে ?
ক. ১৭১ ধারা
খ. ১৭২ ধারা
গ. ১৭৩ ধারা
ঘ. ১৭৪ ধারা
প্রশ্নঃ ১৪:
সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস এর সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা ?
ক. হ্যাঁ
খ. না
প্রশ্নঃ ১৩:
যে কোন এলাকায় গ্যাস এর বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তিতে বা বহাল রাখতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা ?
ক. হ্যাঁ
খ. না
প্রশ্নঃ ১২:
বর্তমানে ক্রেডিট কার্ড প্রাপ্তিতে বা ক্রেডিট কার্ড বহাল রাখতে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কিনা ?
ক. হ্যাঁ
খ. না
প্রশ্ন। ১১:
বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রকারভেদ কয়টি ?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. উপরের একটিও নয়।
প্রশ্ন। ১০:
চট্রগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার নূন্যতম আয়কর কত টাকা?
ক. ৩,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ৬,০০০ টাকা
প্রশ্ন। ৯:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার নূন্যতম আয়কর কত টাকা?
ক. ৩,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ৬,০০০ টাকা
প্রশ্ন। ৮:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার নূন্যতম আয়কর কত টাকা?
ক. ২,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা
গ. ৪,০০০ টাকা
ঘ. ৫,০০০ টাকা
প্রশ্ন। ৭:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার অনুযায়ী, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
ক. ৯০০,০০০ টাকা
খ. ৭৫০,০০০ টাকা
গ. ৫০০,০০০ টাকা
ঘ. ৪৭৫,০০০ টাকা
প্রশ্ন। ৬:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার অনুযায়ী, প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
ক. ৩৫০,০০০ টাকা
খ. ৪৫০,০০০ টাকা
গ. ৩৭৫,০০০ টাকা
ঘ. ৪৭৫,০০০ টাকা
প্রশ্ন। ৫:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার অনুযায়ী, তৃতীয় লিঙ্গের একজন করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
ক. ৩২৫,০০০ টাকা
খ. ৪২৫,০০০ টাকা
গ. ৩৭৫,০০০ টাকা
ঘ. ৪৭৫,০০০ টাকা
প্রশ্ন। ৪:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
ক. ২০০,০০০ টাকা
খ. ৩০০,০০০ টাকা
গ. ৪০০,০০০ টাকা
ঘ. ৫০০,০০০ টাকা
প্রশ্ন। ৩:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার অনুযায়ী, একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা কত টাকা?
ক. ২৫০,০০০ টাকা
খ. ৩৫০,০০০ টাকা
গ. ৪৫০,০০০ টাকা
ঘ. ৫৫০,০০০ টাকা
প্রশ্ন। ২:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার এর তফসিল-২ অনুযায়ী, ঢাকায় বসবাসরত, একজন মহিলা করদাতার ৪৫০,০০০ টাকা করযোগ্য আয় থাকলে তাকে কত টাকা আয়কর পরিশোধ করতে হবে ?
ক. ২,৫০০
খ. ৩,০০০
গ. ৫,০০০
ঘ. উপরের একটিও সঠিক নয়।
প্রশ্ন। ১:
অর্থ আইন, ২০২৪ বর্ণিত করহার এর তফসিল-২ অনুযায়ী, একজন স্বাভাবিক ব্যক্তি করদাতার ৪৫০,০০০ টাকা করযোগ্য আয় থাকলে তাকে কত টাকা আয়কর পরিশোধ করতে হবে ?
ক. ১,৫০০
খ. ৩,০০০
গ. ৫,০০০
ঘ. ৯,০০০
উত্তরমালা
১। (গ), ২। (গ), ৩। (খ), ৪। (গ), ৫। (ঘ), ৬। (ঘ), ৭। (গ), ৮। (ঘ), ৯। (গ), ১০। (গ), ১১। (ক), ১২। (ক), ১৩। (ক), ১৪। (ক), ১৫। (গ), ১৬। (ক), ১৭। (ঘ), ১৮। (ক),