উম্মুল মুমেনীন হযরত আয়িশা (রা.) বলেন, প্রথমে যে ওহী আল্লাহর রাসূল-এর কাছে আসতো তা হলো ঘুমের জগতে তাঁর সত্য স্বপ্ন। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতই স্পষ্ট হতো। এরপর তাঁর কাছে নির্জন জীবন-যাপন পসন্দনীয় হলো। এ কারণে তিনি ক্রমাগত তাঁর কানে পর্যন্ত নিজ পরিবার-পরিজনের কাছে না গিয়ে হেরা গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদাতে ধ্যনস্থ থাকতেন। আর এ লক্ষ্যে তিনি কিছু খাদ্য সাথে নিয়ে যেতেন। পরে তিনি খাদিজার (রা.) কাছে প্রত্যাবর্তন করে পুনরায় কয়েকদিনের জন্য কিছু খাদ্য সাথে নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানের সময় তাঁর কাছে ওহী অবতীর্ণ হলো। জিবরাঈল ফিরিশতা সেখানে এসে তাঁকে বললেন, পড়ুন। আল্লাহর রাসূল এক বলেন, আমি বললাম, আমি তো পড়তে জানিনা। তিনি বলেন, ফিরিশতা তখন আমাকে জড়িয়ে ধরে অধিক শক্তিতে আলিঙ্গন করলেন যে, এতে আমি খুব কষ্ট অনুভব করলাম। তারপর ফিরিশতা আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে জড়িলে ধরে আলিঙ্গন করলেন। এতে আমার খুব কষ্ট অনুভব হলো। তারপর আমাকে তিনি ছেড়ে দিয়ে পড়তে বললেন। আমি বললাম, আমি পড়তে জানি না। আল্লাহর রাসূল বলেন, ফিরিশতা তৃতীয়বার আমাকে জড়িয়ে ধরে কঠিনভাবে আলিঙ্গন করায় আমার অত্যন্ত কষ্ট হলো। এবার তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন-
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ، خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ أَقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
(হে মুহাম্মাদ) তুমি পড়ো, (পড়ো) তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, (যিনি) মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাঁধা রক্ত থেকে, তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার মালিক বড়োই মেহেরবান।
আল্লাহর রাসূল এই আয়াতগুলো আয়ত্ব করে বাড়িতে ফিরে এলেন। তাঁর বুক তখন আতঙ্কে কাঁপছিলো। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে আবৃত করো। আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি তাঁকে চাদর দিয়ে আবৃত করলেন। এরপর তাঁর আতঙ্ক কেটে গেলে তিনি খাদিজা (রা.) কাছে সকল ঘটনা বর্ণনা করে বললেন, আল্লাহর শপথ! আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা করছি। খাদিজা (রা.) সান্তনা দিয়ে বললেন, ভয় করবেন না। আল্লাহর শপথ। কখনই তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ আপনি নিজ আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করেন, অসহায় ও অভাবীদের সেবাযত্ন করেন, বঞ্চিত ও দুঃখীদের দুঃখমোচন করেন, মেহমানদারী করেন এবং হকপথে বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা (রা.) তাঁকে সাথে নিয়ে তাঁর চাচাত ভাই ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আবদুল উয়্যার কাছে গেলেন। ওরাকা জাহেলী যুগে ঈসায়ী ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইবরাণী ভাষায় গ্রন্থ লিখতেন। তিনি ইনজিলের অনেক অংশ সুরইয়ানী ভাষা থেকে ইবরাণী ভাষায় অনুবাদ করেন। তিনি বৃদ্ধ ও দৃষ্টি শক্তিহীন হয়ে গিয়েছিলেন। খাদিজা (রা.) তাঁকে তার ভাতিজা অর্থাৎ আল্লাহর রাসূল-এর কাছ থেকে সব কথা শুনতে বললেন। অরাকা তাঁর ভাতিজার কথা শোনাতে বললেন। রাসূল (সাঃ) তাকে তাঁর সকল ঘটনা শুনালে ওরাকা তাঁকে বললেন, এ সেই জিবরাঈল ফিরিশতা, যাঁকে মূসা (আ.)-এর কাছে আল্লাহ প্রেরণ করেন। হায়। আমি যদি তোমার নবুয়াতকালে যুবক থাকতাম। আমি যদি সে সময় জীবিত থাকতাম, যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বের করে দিবে। তিনি ওরাকার কাছে জানতে চাইলেন, তারা কি সত্যিই আমাকে বের করে দিবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি পৃথিবীতে যা নিয়ে এসেছো, তেমন কোনো কিছু নিয়ে যে ব্যক্তিই এসেছে, তার সাথে দুশমনি করা হয়েছে। আমি তোমার যুগে জীবিত থাকলে তোমাকে যথাসাধ্য সাহায্য করবো। তারপর ওরাকা ইন্তে কাল করলেন এবং ওহীর আগমনও তিন বছর পর্যন্ত বন্ধ থাকলো।
ইবনে শিহাব যুহরী বলেন, আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেছেন যে, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী ওহীর বিরতি সম্পর্কে বলেন, আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, আমি পথ চলতে আকাশ থেকে একটি শব্দ শুনতে পেলাম। তখন আমি উপরে তাকিয়ে দেখি, হেরা গুহায় যিনি আমার কাছে আগমন করেছিলেন সেই ফিরিশতা আকাশ ও পৃথিবীর মধ্যে একটি আসনে বসে রয়েছেন। এই দৃশ্য দেখে আমি ভীত হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং আমাকে চাদরে আবৃত করতে বললাম। তখন আল্লাহ ওহী অবতীর্ণ করলেন-
ي أبها المدثر . قم فأنذر – إلى قوله – والرجز فا هجرহ কম্বল আবৃত (মুহাম্মাদ), (কম্বল
ছেড়ে) ওঠো এবং মানুষদের (পরকালের আযাব সম্পর্কে) সাবধান করো, তোমার মালিকের শ্রেষ্ঠত্বের ঘোষণা করো, আর তোমার পোষাক পবিত্র করো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। (সূরা মুদাসীর-১-৫) এরপর থেকে ওহী ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকলো।