আমি শুনেছি উমার ইবনে খাত্তাব মসজিদের মিম্বারের ওপরে আরোহণ করে বলছিলেন, আমি আল্লাহর রাসূল-কে বলতে শুনেছি, সকল কাজই নিয়াত অনুসারে হয়। আর সকল ব্যক্তি যা নিয়াত করে তাই লাভ করে। সুতরাং যার হিজরাত পৃথিবীর ধন-সম্পদ অর্জনের বা কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে হয়েছে তার হিজরাত সে লক্ষ্যেই হয়েছে।